Bollywood Singers Paycheck: রহমান থেকে অরিজিৎ―কত নেন গান গাইতে?

| Edited By: Tapasi Dutta

Dec 02, 2023 | 5:07 PM

একটা ভাল গান একটা ছবির ভবিষ্যৎ বদলে দিতে পারে। সেলিব্রিটি সিঙ্গাররা একটি গানের জন্য কত টাকা পারিশ্রমিক নেন? গানপিছু ৩ থেকে ৫ কোটি টাকা নেন এ.আর রহমান। একটি গান গাইতে শ্রেয়া ঘোষালের পারিশ্রমিক ২৫ লাখ টাকা। বর্তমানে এই পারিশ্রমিক আরও বেশি। মুখ না খুললেও জানা যায় অরিজিৎ সিংয়ের গান পিছু পারিশ্রমিক ২২ থেকে ২০ লক্ষ […]

একটা ভাল গান একটা ছবির ভবিষ্যৎ বদলে দিতে পারে। সেলিব্রিটি সিঙ্গাররা একটি গানের জন্য কত টাকা পারিশ্রমিক নেন? গানপিছু ৩ থেকে ৫ কোটি টাকা নেন এ.আর রহমান। একটি গান গাইতে শ্রেয়া ঘোষালের পারিশ্রমিক ২৫ লাখ টাকা। বর্তমানে এই পারিশ্রমিক আরও বেশি। মুখ না খুললেও জানা যায় অরিজিৎ সিংয়ের গান পিছু পারিশ্রমিক ২২ থেকে ২০ লক্ষ টাকা। সুনিধি চৌহান একটা গানের জন্য ২২ থেকে ২০ লক্ষ টাকা নেন। একটি গান রেকর্ড করতে শান নেন ১০ লাখ টাকা। কনসার্টের পারিশ্রমিক আলাদা। বাদশা গান গাইতে নেন ১৮ থেকে ২০ লক্ষ টাকা। সোনু নিগমের একটা গানের দাম ১৮ থেকে ২০ লক্ষ টাকা। একটা গান গাইতে নেহা কক্কর নেন ১০ লাখ টাকা।