২০০২-এর তালিকায় নাম নেই, স্ট্রেচারে শুয়ে কমিশনের শুনানিকেন্দ্রে ৮০ বছরের বৃদ্ধ

Jan 06, 2026 | 4:46 PM

Election Commission Of India: নদিয়ায় চাপড়ার সিকরা কলোনির ঘটনা। ওই বৃদ্ধ অসুস্থ, হাঁটার ক্ষমতা প্রায় নেই। তার পরও ওই বৃদ্ধকে এতে হল শুনানি কেন্দ্রে। জানা গিয়েছে, বাড়িতে যাতে শুনানির ব্যবস্থা করা যায়, তার জন্য আবেদন জানানো হয়েছিলও। কিন্তু সেই আবেদনে নাকি কর্ণপাত করেনি নির্বাচন কমিশন।

নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। স্ট্রেচারে শুয়ে কমিশনের শুনানিতে পৌঁছালেন ৮০ বছরের বৃদ্ধ। নদিয়ায় চাপড়ার সিকরা কলোনির ঘটনা। ওই বৃদ্ধ অসুস্থ, হাঁটার ক্ষমতা প্রায় নেই। তার পরও ওই বৃদ্ধকে এতে হল শুনানি কেন্দ্রে। জানা গিয়েছে, বাড়িতে যাতে শুনানির ব্যবস্থা করা যায়, তার জন্য আবেদন জানানো হয়েছিলও। কিন্তু সেই আবেদনে নাকি কর্ণপাত করেনি নির্বাচন কমিশন।

একই রকম হয়রানির অভিযোগ কান্দিতেও। সেখানেও অ্যাম্বুল্যান্সে করে শুনানি কেন্দ্রে পৌঁছালেন ২ বৃদ্ধা। কমিশনের ৮৫ বছর বয়সের নির্দেশিকা। তাঁদের একজনের বয়স ৮০ আর অন্যজনের বয়োস ৭২ বছর।

Published on: Jan 06, 2026 04:46 PM