Horse Viral Video: নিজে খেতে খেতেও ঘোড়া খাবার দিচ্ছে পায়রাদের

Mar 31, 2023 | 7:22 PM

Viral Video: একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি অবাক হবেন। নিজে খেতে খেতেও একটি ঘোড়া খাবার দিচ্ছে পায়রাদের।

একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে,যা দেখলে আপনি অবাক হবেন। ভাইরাল হওয়া ভিডিয়োতে আপনি দেখতে পাচ্ছেন যে,একটি ঘোড়ার গাড়ি রাস্তার মাঝখানে দাড়িয়ে আছে। যেখানে ঘোড়াটি তার খাবার খাচ্ছে। এদিকে একদল পাখি তার সামনে এসে ঘোড়ার চারপাশে ঘোরাঘুরি শুরু করে। সে হয়তো বুঝতে পেরেছে এই পাখিগুলি ক্ষুধার্ত। তারপর ঘোড়াটি তার ঝুড়ি থেকে শস্য বের করে এবং মুখ দিয়ে দানা নিয়ে তাদের দিকে দিতে থাকে। এদিকে সে নিজেও খাচ্ছে,আর তাদেরও খাওয়াচ্ছে। এই ভিডিয়োটি টুইটারে @TheFigen_ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি ২.৩ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে এবং ৬২ হাজারেরও বেশি মানুষ এটি লাইক করেছেন। কেউ বলেছেন,’সব মানুষই যদি ওদের মতো হত, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হত’। আরও একজন বলেছেন, ‘দেখে অবাক হলাম। ঘোড়াটি আবার ওদের জন্য় দানা ছড়িয়ে দিচ্ছে। যাতে ওরা ভালভাবে খেতে পারে’।

Published on: Mar 31, 2023 07:22 PM