Clay Pot Hacks: ঘর ঠান্ডা করবে মাটির কলসির AC

Ashad Mallick

Ashad Mallick |

Updated on: Mar 10, 2023 | 9:07 AM

Clay Pot Hacks: ঘর ঠান্ডা করবে মাটির কলসির AC!

বাড়িতে পুরনো মাটির কলসি দিয়েই অনেকে এয়ার কন্ডিশনার তৈরি করছেন। মাত্র 500 টাকা খরচ করেই এই ধরনের AC তৈরি করা যাচ্ছে বাড়িতে। মাটির পাত্র দিয়ে তৈরি করা এই এসিগুলি সম্পূর্ণ ভাবে পরিবেশ বান্ধব। মাটির কলসিতে কিছু যন্ত্রপাতি বসাতে হয় এবং বাতাস চলাচলের জন্য বিশেষ বন্দোবস্তও করতে হয়। এই ধরনের AC তৈরি করতে আপনার দরকার একটি মাটির কলসি বা হাঁড়ি। এয়ার কন্ডিশনার তৈরি করতে মাটির পাত্রের নীচে কিছু ছিদ্র তৈরি করেতে হবে। তারপর পাত্রের ভিতরে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পাখা বসিয়ে নিন। কলসির ভিতরে এই ফ্যান বাইরের বাতাস টেনে নেবে। সেই বাতাস মাটির কলসিতে তৈরি করা গর্তগুলির মাধ্যমে ফ্যানের মাধ্যমেই বেরিয়ে যাবে। তবে তার জন্য এই পাত্রে আপনাকে কিছু বরফ রেখে দিতে হবে। এবার আপনি যখনই ওই পাত্রের ভিতরের ফ্যানটা চালাবেন। তখনই সেটি বাইরের গরম হাওয়া টেনে,তা বরফের মাধ্যমে ঠান্ডা করবে আপনার ঘর। এভাবেই আপনার নিজের হাতে তৈরি এয়ার কন্ডিশনার কাজ করবে। একজন ইলেকট্রিশিয়ানকে দিয়ে কলসির উপরের অংশে একটা সুইচ বসিয়ে নিন। সুইচের দ্বারা আপনি ফ্যানটি চালাতে সক্ষম হবেন। ঘর কতটা ঠান্ডা হচ্ছে,তা দেখার জন্য মাটির কলসিটির উপরে একটি ডিজিটাল থার্মোমিটার বসিয়ে নিন।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla