শিশুদের সিল করা ওষুধের মধ্যে মাকড়সা এল কীভাবে?

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 14, 2025 | 6:35 PM

ভেজাল ওষুধ নিয়ে বারবার তৎপরতা লক্ষ করা গিয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। গত কয়েক বছর ধরে নিম্ন মানের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলিকে ব্ল্যাক লিস্ট করেছে কেন্দ্র। তার পরও কেন্দ্রের নজরদারির যে ফাঁক থেকে যাচ্ছে তা তারকেশ্বরের ঘটনা প্রমাণ করে।

হুগলি: এবার সদ্যোজাত শিশুদের ভিটামিন ওষুধে মাকড়সা জাতীয় পোকা মেলায় চাঞ্চল্য ছড়াল হুগলির তারকেশ্বরে। মূলত শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এই ভিটামিন ওষধ খাওয়ানো হয় বলে জানিছেন চিকিৎসকরা। আর সেই ভিটামিন ওষধে পোকা মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসক মহলেও। ভেজাল ওষুধ নিয়ে বারবার তৎপরতা লক্ষ করা গিয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। গত কয়েক বছর ধরে নিম্ন মানের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলিকে ব্ল্যাক লিস্ট করেছে কেন্দ্র। তার পরও কেন্দ্রের নজরদারির যে ফাঁক থেকে যাচ্ছে তা তারকেশ্বরের ঘটনা প্রমাণ করে। ভিটামিন ওষুধে পোকা মেলার পরই আতঙ্কিত হয়ে পড়েছেন তারকেশ্বরের বসাক দম্পতি।