Google Pay Income: কীভাবে আয় করে গুগল পে?
অনলাইন পেমেন্টের জন্য আমরা গুগল পে ব্যবহার করি। কার্ড ও নগদ টাকা ছাড়াই গুগল পে ইউপিআই অ্যাপের সাহায্যে লেনদেন করা যায়। পার্সোনাল কন্ট্যাক্টলেস কেনাকাটা করা যায় গুগল পে ব্যবহার করে। গুগল পে বিনামূল্যে ব্যবহার করা যায়। পেমেন্ট সহজতর করে গুগল পে কিন্তু তারা নিজে কীভাবে রোজগার করে?
অনলাইন পেমেন্টের জন্য আমরা গুগল পে ব্যবহার করি। কার্ড ও নগদ টাকা ছাড়াই গুগল পে ইউপিআই অ্যাপের সাহায্যে লেনদেন করা যায়। পার্সোনাল কন্ট্যাক্টলেস কেনাকাটা করা যায় গুগল পে ব্যবহার করে। গুগল পে বিনামূল্যে ব্যবহার করা যায়। পেমেন্ট সহজতর করে গুগল পে কিন্তু তারা নিজে কীভাবে রোজগার করে?
মূলত কমিশন থেকে আয় করে গুগল পে। সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে কমিশন পায় গুগল পে। লেনদেনের একটা ক্ষুদ্র অংশ গুগল পে কমিশন হিসাবে পায়। ডিটিএইচ,জল, বিদ্যুৎ,বিমা, ঋণ পরিশোধের বিলে মেটানোর সময়ে ওই সংস্থার থেকে কমিশন পায় গুগল পে।
মোবাইল রিচার্জেও মোবাইল কোম্পানির থেকে কমিশন পায় জি পে। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও অফার থেকেও কিছুটা আয় করে গুগল পে। ইউজারদের তথ্য সংগ্রহ করেও কিছুটা আয় হয় জি পে এর।
মুর্শিদাবাদে মুসলিম নেত্রীদের দল ছাড়া চলছেই! 'মমতার কথাতেই...'
যুবভারতীকাণ্ডের এক সপ্তাহ পর মুখ খুললেন সুজিত বসু
'ওর হাতটা তখন ঠিক আমার এতটা কাছে চলে এসেছিল', কী হল লগ্নজিতার সঙ্গে?
তালিকায় জীবিত ব্যক্তি হলেন মৃত, আর মৃত হয়ে উঠলেন জীবিত!

