Tanushree-Abir: ‘ডিপফ্রিজ’-এ তনুশ্রী-আবিরের রসায়ন কেমন? জানালেন নায়িকা
Tanushree-Abir's Chemistry: ছবির জাতীয় পুরস্কার প্রাপ্তি নিয়ে রীতিমতো উচ্ছ্বাসের সঙ্গেই বললেন, “ছবিটা যে মুক্তি পেতে চলেছে, দর্শকের কাছে পৌঁছাবে, এর থেকে বড় জিনিস কিছু হতে পারে না। যখন আমরা শ্যুটিং করছিলাম তখনই আমি সকলকে বলেছিলাম প্রত্যেককে এই ছবির জন্য অপেক্ষা করতে হবে।”
কলকাতা: হাতে এসেছে জাতীয় পুরস্কার। তনুশ্রী চক্রবর্তী অভিনীত ডিপফ্রিজ ছবিটি মুক্তি পাবে সামনেই। ছবিতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে নায়িকার রসায়ন কেমন? টিভি ৯ বাংলার মুখোমুখি হয়ে সে কথা জানালেন তনুশ্রী নিজেই। ছবির জাতীয় পুরস্কার প্রাপ্তি নিয়ে রীতিমতো উচ্ছ্বাসের সঙ্গেই বললেন, “ছবিটা যে মুক্তি পেতে চলেছে, দর্শকের কাছে পৌঁছাবে, এর থেকে বড় জিনিস কিছু হতে পারে না। যখন আমরা শ্যুটিং করছিলাম তখনই আমি সকলকে বলেছিলাম প্রত্যেককে এই ছবির জন্য অপেক্ষা করতে হবে। জাতীয় পুরস্কার পাওয়ার পরেও খুবই ভাল লাগছে।”
