Suvendu Adhikari: আগে যা বলেছি, তার থেকেও বেশি নাম বাদ যাবে: শুভেন্দু অধিকারী
SIR in Bengal: “২০২১ সালের ভোটে আমরা ২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার আর ওরা ছিল ২ কোটি ৭৫ লক্ষের আশেপাশে। অর্থাৎ ৪১ লক্ষের কিছু বেশি ভোটারের গ্যাপ ছিল। সরাসরি লড়াইয়ে তো সিপিএম ভোট কাটার কাজ করে, কংগ্রেস তো আরও ছোট পার্টি। ওরা ভোট কাটার কাজ করে।” অঙ্ক কষে বোঝালেন শুভেন্দু।
এসআইআর-এর ফলে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ব্যবধান আর থাকছে না। এমনই জোরাল দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। “ ২০২১ সালের ভোটে আমরা ২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার আর ওরা ছিল ২ কোটি ৭৫ লক্ষের আশেপাশে। অর্থাৎ ৪১ লক্ষের কিছু বেশি ভোটারের গ্যাপ ছিল। সরাসরি লড়াইয়ে তো সিপিএম ভোট কাটার কাজ করে, কংগ্রেস তো আরও ছোট পার্টি। ওরা ভোট কাটার কাজ করে। মূলত তৃণমূল বনাম বিজেপির যে লড়াই বাংলায় হয়েছে তাতে ওদের আর আমাদের পার্থক্য ছিল ২১ লক্ষ। এসআইআরে এখনই নাম বাদ গিয়েছে ৫৮ লক্ষের বেশি নাম। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকায় আরও নাম বাদ যাবে। আগে যা বলেছিলাম তার থেকেও বেশি নাম বাদ যাবে।” এমনটাই শোনা গেল শুভেন্দুর মুখে।

