AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Bengal: এখনও পর্যন্ত কত এসআইআর ফর্ম বিলি হল রাজ্যে?

SIR in Bengal: এখনও পর্যন্ত কত এসআইআর ফর্ম বিলি হল রাজ্যে?

Shrabanti Saha

| Edited By: জয়দীপ দাস

Updated on: Nov 23, 2025 | 5:08 PM

Share

SIR: শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হিসাব দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার পর্যন্ত রাজ্যের ৭ কোটি ৬৪ লক্ষ মানুষ ফর্ম পেয়ে গিয়েছেন। ইতিমধ্যেই আবার ৪১.২০ শতাংশ ফর্মের ডিজিটাইজেশনও হয়ে গিয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৩ কোটি ১৫ লক্ষ ফর্ম ডিজিটাইজ হয়েছে।

কলকাতা: পুরোদমে চলছে এসআইআর প্রক্রিয়া। এরইমধ্যে এসআইআর ফর্ম বিলি নিয়ে নতুন তথ্য দিল নির্বাচন কমিশন। বাংলায় ৯৯.৭৪ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। আর মাত্র ২ লক্ষ মানুষের হাতে ফর্ম পৌঁছানো বাকি রয়েছে বলে জানা যাচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হিসাব দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার পর্যন্ত রাজ্যের ৭ কোটি ৬৪ লক্ষ মানুষ ফর্ম পেয়ে গিয়েছেন। ইতিমধ্যেই আবার ৪১.২০ শতাংশ ফর্মের ডিজিটাইজেশনও হয়ে গিয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৩ কোটি ১৫ লক্ষ ফর্ম ডিজিটাইজ হয়েছে।