Indian Rails: সিট রিজার্ভে প্রবীণদের দারুণ সুযোগ!

Indian Rails: সিট রিজার্ভে প্রবীণদের দারুণ সুযোগ!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 09, 2023 | 6:28 PM

ভারতীয় রেল প্রবীণ নাগরিকদের নানা সুবিধা দেয়। প্রবীণ নাগরিকদের টিকিটের দামে ছাড় দেয়। আগে মহিলা নাগরিকদের ছাড়ের পরিমাণ ৫০%। পুরুষ নাগরিকদের ছাড়ের পরিমাণ ছিল ৪০%। করনার সময় এই ছাড় বন্ধ করে ভারতীয় রেল। তবে আবার কবে এই ছাড় দেওয়া হবে, তা এখনও স্পষ্ট না। প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হয় নিম্ন বার্থ ।

ভারতীয় রেল প্রবীণ নাগরিকদের নানা সুবিধা দেয়। প্রবীণ নাগরিকদের টিকিটের দামে ছাড় দেয়। আগে মহিলা নাগরিকদের ছাড়ের পরিমাণ ৫০%। পুরুষ নাগরিকদের ছাড়ের পরিমাণ ছিল ৪০%। করনার সময় এই ছাড় বন্ধ করে ভারতীয় রেল। তবে আবার কবে এই ছাড় দেওয়া হবে, তা এখনও স্পষ্ট না।
প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হয় নিম্ন বার্থ । ৪৫ বছরের বেশি মহিলা বয়স হলে,রেলের সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে নিম্ন বার্থ দেয় । প্রাপ্যতার ভিত্তিতে এই অগ্রাধিকার দেওয়া হয় । স্লিপার কোচে ৬টি নিম্ন বার্থ সংরক্ষিত প্রবীণ নাগরিকদের জন্য। গর্ভবতী মহিলাদেরও দেওয়া হয় নিম্ন বার্থ। দুরন্ত,রাজধানী এসি ট্রেনে প্রবীণদের জন্য আসন সংখ্যা বেশি। তবে লোকাল ট্রেনেও বেশ কিছু আসন থাকে প্রবীণদের জন্য। বড় স্টেশনে প্রবীণদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা থাকে।

Published on: Sep 09, 2023 06:26 PM