স্লো নেটওয়ার্ক? ২ মিনিটেই ইন্টারনেট ছুটবে ঘোড়ার গতিতে! কীভাবে জানুন
Internet Speed: ২০২৬ সালে দাঁড়িয়ে যখন প্রযুক্তি আকাশ ছুঁয়ে ফেলেছে, তখনও দুর্বল মোবাইল নেটওয়ার্ক যেন আবার আদিম যুগের কথা মনে করিয়ে দেয়। কখনও কথা বলতে বলতে কল কেটে যায়, আবার কখনও জরুরি ইমেইল পাঠানোর সময় ইন্টারনেট কাজ করে না।
২০২৬ সালে দাঁড়িয়ে যখন প্রযুক্তি আকাশ ছুঁয়ে ফেলেছে, তখনও দুর্বল মোবাইল নেটওয়ার্ক যেন আবার আদিম যুগের কথা মনে করিয়ে দেয়। কখনও কথা বলতে বলতে কল কেটে যায়, আবার কখনও জরুরি ইমেইল পাঠানোর সময় ইন্টারনেট কাজ করে না। প্রায়শই এই সমস্যা দেখা দেয়। এর জন্য অনেকেই সিম কোম্পানি বা ইন্টারনেট প্রোভাইডারকে দোষ দেয়, কিন্তু সব সময় যে তাদেরই দোষ-তা নয়। এয়ারপ্লেন মোড অন করে, ফোন রিস্টার্ট করে, সিম কার্ড পরিষ্কার করে ভাল ইন্টারনেট স্পিড ভাল পাওয়া যেতে পারে।
Published on: Jan 11, 2026 03:05 PM