গরমে অনেকেই দেখছেন মাইলেজ কমে যাচ্ছে মোটরবাইক আর স্কুটির। আজ আমরা দিচ্ছি কিছু টিপস যাতে সহজেই বাড়বে মাইলেজ। রোদে বাইক বা স্কুটি পার্ক করবেন না। ছায়া দেখে বাইক পার্কিং করুন। তাপে জ্বালানি তেল উড়ে যেতে পারে। অপেক্ষাকৃত ঠাণ্ডা জায়গায় গারই রাখার চেষ্টা করুন। প্রতি ৫০০ কিলোমিটার ড্রাইভ করার পর একবার করে এয়ার ফিল্টার চেক করুন। ময়লা জমে থাকলে পরিষ্কার করান। সপ্তাহে অন্তত ৩ বার চাকার হাওয়া পরীক্ষা করান। অতিরিক্ত তাপমাত্রায় চাকার হাওয়ার প্রেশার বাড়ে । চাকায় হাওয়া কম বা বেশি থাকলে মাইলেজ কম পাওয়া যায় । তাই ঠিকঠাক হাওয়া রাখুন। মোটরবাইক আর স্কুটির চেনসেট পরিষ্কার রাখুন। প্রতি ৫০০ থেকে ৭০০ কিলোমিটারে একবার চেনসেট পরীক্ষা করান। প্রয়োজনে পরিষ্কার করান।