AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bike Modify: বাইক মডিফিকেশনে মোটা ফাইন

Bike Modify: বাইক মডিফিকেশনে মোটা ফাইন

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 05, 2023 | 7:21 PM

Share

বাইককে সুপার বাইক বানাতে অনেকেই মডিফিকেশন করান। চাকা, হেডলাইট, সাইলেন্সারে বেশ কিছু রদবদল করতে টাকা খরচ করেন। ২৫,০০০ থেকে লাখ ২ পর্যন্ত খরচও করেন অনেকে। কিন্তু জানেন কি মডিফায়েড বাইক ট্র্যাফিক আইনে নিষিদ্ধ।

বাইককে সুপার বাইক বানাতে অনেকেই মডিফিকেশন করান। চাকা, হেডলাইট, সাইলেন্সারে বেশ কিছু রদবদল করতে টাকা খরচ করেন। ২৫,০০০ থেকে লাখ ২ পর্যন্ত খরচও করেন অনেকে। কিন্তু জানেন কি মডিফায়েড বাইক ট্র্যাফিক আইনে নিষিদ্ধ। দেখে নিন কী কী মডিফিকেশন করলে মোটা অঙ্কের জরিমানা হবে। কান ফাটানো সাইলেন্সর। রাস্তায় অনেক মোটর বাইক দেখা যায় যার কর্ণ-বিদারি শব্দ। ট্র্যাফিক আইনে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে। জরিমানা হতে পারে এলইডি হেড লাইট লাগালেও। চোখে ধাঁধাঁ লাগানো এই হেড লাইট উল্টো দিক থেকে আসা গাড়ির জন্য মারাত্মক। এইও ধরনের হেড লাইট লাগানো অবৈধ। জরিমানার অঙ্ক ১,০০০ টাকা। মোটরবাইককে আরও আকর্ষণীয় করতে অনেকেই অ্যালয় হুইল এবং মোটা টায়ার লাগান। এরকম করলে ৫,০০০ টাকা পর্যন্ত ফাইন হয়। এছাড়াও বাইকের ইঞ্জিনের কোনও প্রকার পরিবর্তন করলেও জরিমানা হয়। এই সব রকমের পরিবর্তনে বাইকের ইঞ্জিন, ব্যাটারি এবং মাইলেজ ক্ষতিগ্রস্ত হয়।