Two Wheeler Traffic Rules: হেলমেট পরলেও ২,০০০ ফাইন

Two Wheeler Traffic Rules: হেলমেট পরলেও ২,০০০ ফাইন

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 02, 2023 | 12:48 PM

যাত্রী সুরক্ষা ও পথ দুর্ঘটনা কমাতে রোজই বদলাচ্ছে ট্রাফিক আইন। দুচাকার বাইক, স্কুটি চালানোর সময়ে হেলমেট পরা বাধ্যতামূলক। বাইক রাইডারদের হেলমেট নিরাপত্তার একটি জরুরি বিষয়। হেলমেট ঠিকঠাক মাথায় না বসলে গুরুতর চোট লাগতে পারে মাথায়। কিন্তু জানেন কি হেলমেট পরলেও হতে পারে জরিমানা? অনেকেই ট্রাফিক পুলিশের জরিমানার কারণে নিয়মরক্ষায় হেলমেট পরেন।

যাত্রী সুরক্ষা ও পথ দুর্ঘটনা কমাতে রোজই বদলাচ্ছে ট্রাফিক আইন। দুচাকার বাইক, স্কুটি চালানোর সময়ে হেলমেট পরা বাধ্যতামূলক। বাইক রাইডারদের হেলমেট নিরাপত্তার একটি জরুরি বিষয়। হেলমেট ঠিকঠাক মাথায় না বসলে গুরুতর চোট লাগতে পারে মাথায়। কিন্তু জানেন কি হেলমেট পরলেও হতে পারে জরিমানা? অনেকেই ট্রাফিক পুলিশের জরিমানার কারণে নিয়মরক্ষায় হেলমেট পরেন। কিন্তু সঠিক মান্যতার ও অসুরক্ষিত হেলমেট পরলে ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। ভারতীয় ট্রাফিক আইনের 194D ধারা অনুসারে হেলমেট বিহীন ড্রাইভিং করলে ফাইন ১,০০০টাকা। ভাঙ্গাচোরা বা ক্ষতিগ্রস্ত হেলমেট পরে বাইক চালালে জরিমানা ১,০০০ টাকা। BIS ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রেজিস্ট্রেশন ছাড়া হেলমেট পরলে আরও ১,০০০ টাকা অতিরিক্ত ফাইন। পিলিয়ন রাইডার শিশু হলে তার জন্যও হেলমেট বাধ্যতামূলক। কেন্দ্র সড়ক ও পরিবহণ দফতরের মতে শিশুরা ক্র্যাশ হেলমেট ও বাইসাইকেল হেলমেট পরতে পারে। শিশুকে সঙ্গে নিয়ে সওয়ার হলে নজর রাখুন গতিবেগে। ৪০ কিমির ওপরে স্পিড উঠলেই জরিমানা ১,০০০ টাকা। ৩ মাসের জন্য বাতিল হতে পারে ড্রাইভিং লাইসেন্স। আপনার নামে হেলমেট সংক্রান্ত কোনও চালান আছে কি? জানতে দেখুন echallan.parivahan.gov.in এই ওয়েবসাইটে অনলাইনে ফাইন জমাও দেওয়া যায়।