IRCTC App Benefits: বিনা পয়সায় ট্রেন যাত্রা!

IRCTC App Benefits: বিনা পয়সায় ট্রেন যাত্রা!

আসাদ মল্লিক

|

Updated on: May 21, 2023 | 5:57 PM

IRCTC: পকেটে টাকা না থাকলেও ঘুরতে পারবেন ট্রেনে করে । একটি দারুণ সুযোগ দিচ্ছে ভারতীয় রেল। কিস্তিতে টিকিটের দাম মেটাতে পারবেন । আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপে যেতে হবে।

পকেটে টাকা না থাকলেও ঘুরতে পারবেন ট্রেনে করে । একটি দারুণ সুযোগ দিচ্ছে ভারতীয় রেল। কিস্তিতে টিকিটের দাম মেটাতে পারবেন । আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপে যেতে হবে। সেখানে ট্রাভেল নাও পে লেটারের সুযোগ পাবেন যাত্রীরা। ইএমআই-তে টিকিট কাটার সুবিধা দিচ্ছে আইআরসিটিসি । পেটিএম পোস্টপেডের সুযোগ পাবেন যাত্রীরা। ‘বাই নাও, পে লেটার’এর মাধ্যমে যাত্রীরা টিকিট কাটতে পারবেন পেটিএমে। ৬০,০০০ টাকা ক্রেডিট নিতে পারবেন ৩০ দিনের জন্য । ক্রেডিটের বিল দিতে হবে বিলিং সাইকেলের শেষে। পেটিএম পোস্টপেড ব্যবহার করতে আইআরসিটিসির অ্যাপে যেতে হবে। আইআরসিটিসির অ্যাপে লগ ইন করে তারিখ, গন্তব্য লিখুন। পছন্দের ট্রেন বেছে নিন। তারপর বুক করুন টিকিট ।‘পে লেটার’বিকল্পটি বেছে নিতে হবে। ক্লিক করতে হবে ‘পেটিএম পোস্টপেডে’-এ। তারপর পেটিএম ক্রেডেনশিয়াল দিতে হবে । আপনার মোবাইলে একটি ওটিপি আসবে আপনার ফোনে। ট্রেনের বুক করতে ওটিপি দিন।