Balurghat Police Station: থানাতেই আলাদা করে মহিলা হেল্প ডেস্ক, অভিযোগ লেখার জায়গা!
Balurghat PS: রাজ্যে সেরা থানার পুরস্কার পেল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ বিভাগের বিশেষ আধিকারীক (সংগঠন) একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি জানিয়েছেন।
রাজ্যে সেরা থানার পুরস্কার পেল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ বিভাগের বিশেষ আধিকারীক (সংগঠন) একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি জানিয়েছেন। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী বালুরঘাট থানা যেমন রাজ্যের সেরা থানার শিরোপা পেয়েছে, তেমনি সেরা পুলিশ জেলা হিসেবে কৃষ্ণনগর পুলিশ জেলা ওই শিরোপা পাচ্ছে। বালুরঘাট হাসপাতালের পর বালুরঘাট থানার মুকুটে সেরা শিরোপার মুকুট জুড়ল। যার বলে খুশির হওয়া গোটা বালুরঘাট জুড়ে।
দক্ষিণ দিনাজপুর জেলার সদর থানা বালুরঘাট। ব্রিটিশ আমলে তৈরি এই থানা। শহরের মাঝখানেক রয়েছে থানা। এই থানায় গত কয়েক বছরে বাহ্যিক ও অভ্যন্তরীণ আমুল বদল করা হয়েছে। পুরনো বিল্ডিং ছেড়ে বছর কয়েক আগে নতুন ঝা চকচকে বিল্ডিংয়ে থানা তুলে আনা হয়েছে। কিন্তু থানা চত্বর ছিল আবর্জনায় ভরা। উদ্ধার করা মোটরবাইকে ভর্তি হয়ে থাকতো এবং থানায় আসা মানুষদের বসার জায়গা পর্যন্ত ছিল না। সদর থানা হলেও একাধিক সমস্যা ছিল। বাইরের রাস্তা থেকে থানার দিকে তাকালেই মানুষের একটা ভীতি কাজ করতো। কিন্তু এখন একেবারে আমুল বদলে গিয়েছে থানা চত্বর। থানা চত্বরে গড়ে উঠেছে সুসজ্জিত মিউজিয়াম। এছাড়াও থানাতেই পুরনো জায়গা পরিষ্কার করে সেখানে শিশু উদ্যান গড়ে তোলা হয়েছে। শিশু উদ্যানে গ্রাম্য সবুজ পরিবেশ, খেলনা, ফোয়ারা ও বসার জায়গা করা হয়েছে। পার্কের দেওয়ালে তুলিতে কার্টুন চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও বালুরঘাট পুরসভার তরফে থানাতে আলো ও বসার জায়গা করা হয়েছে। এদিকে থানাতেই আলাদা করে মহিলা হেল্প ডেস্ক, অভিযোগ লেখার জায়গা, পার্কিং, সেন্টি গার্ড সহ নানা কাজ করা হয়েছে। এমনকি থানা চত্বরে আই লাভ বালুরঘাট লেখা ফলক লাগানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, রাজ্যপুলিশের প্রতিনিধিদল ৫০০টিরও বেশি থানা পরিদর্শন করেন। প্রথমে জেলা স্তর, এরপর রেঞ্জ, বিভাগ, তারপর রাজ্য। সবেতেই ভাল ফল করে চমক দিয়েছিল বালুরঘাট থানা। মাস খানেক আগে বালুরঘাট থানা পরিদর্শনে আসেন রাজ্য টেলিকম শাখার এডিজি অজয় নন্দা সহ অন্যান্য আধিকারিকরা। তাঁরা থানার বিভিন্ন মামলা ও অপরাধ দমনের নথি, পুলিশকর্মীদের পারদর্শীতা, আগাম পাওয়া তথ্যে গ্রেফতারের সংখ্যা, থানা চত্বরের সৌন্দর্যায়ন, অভিযোগ জানাতে আসা বাসিন্দাদের জন্য পরিকাঠামো ইত্যাদি খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করেন। তার বিচারেই রাজ্য পুলিশের তরফে বালুরঘাট থানাকে রাজ্যে সেরা থানা ঘোষণা করা হয়।
এবিষয়ে বালুরঘাটের বাসিন্দা অনুপ রঞ্জন দাস বলেন, ব্রিটিশ আমলে তৈরি এই থানা। এই থানা বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী। একসময় এই থানাতেই বিপ্লবীদের রাখা হত। আগের থানা আর এখনকার বালুরঘাট থানা পুরো চেঞ্জ। যারা বিচারক ছিলেন তারা যথাযথ বিচার করেই বালুরঘাট থানাকে রাজ্যের মধ্যে সেরা ঘোষণা করেছে। বালুরঘাট থানা সেরা হয় খুশি তারা।
এবিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে বলেন, প্রত্যেক বছর পুলিশের তরফ থেকে একটি প্রোগ্রাম নেওয়া হয়। সেখানে এবার সেরা থানা হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা। পরে ডিপার্টমেন্টের তরফে পুরস্কার দেওয়া হবে বালুরঘাট থানাকে।
যদিও বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজার দাবি, বালুরঘাট থানা ও ট্র্যাফিক বিভাগের পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের সহযোগিতাতেই সেরা থানার শিরোপা মিলেছে। ঊর্ধ্বতন কর্তাদের গাউডেন্সের পাশাপাশি বালুরঘাট পুরসভা ছাড়াও সহযোগিতা করেছেন স্থানীয় বাসিন্দারাও।