AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News: মালামাল করছে এই শেয়ারগুলো, টানা দু’দিন চড়চড়িয়ে বাড়ল ভারতের বেঞ্চমার্ক সূচক!

SmallCap Index: আজ সর্বোচ্চ ১.৬৩ শতাংশ বাড়ল বিএসই স্মলক্যাপ সূচক। ১ শতাংশের বেশি বেড়েছে নিফটি নেক্সট ৫০ সূচকও।

Share Market News: মালামাল করছে এই শেয়ারগুলো, টানা দু'দিন চড়চড়িয়ে বাড়ল ভারতের বেঞ্চমার্ক সূচক!
| Updated on: Mar 11, 2025 | 4:55 PM
Share

কাল থেকে টানা দ্বিতীয় দিন। চড়চড়িয়ে বাড়ল ভারতের সমস্ত সূচক। যথাক্রমে ২০৭ পয়েন্ট ও ৬০৯ পয়েন্ট বেড়েছে ভারতের দুই বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ ও বিএসই সেনসেক্স।

আজ সর্বোচ্চ ১.৬৩ শতাংশ বাড়ল বিএসই স্মলক্যাপ সূচক। ১ শতাংশের বেশি বেড়েছে নিফটি নেক্সট ৫০ সূচকও।

আজ বাড়ল যারা:

আজ সর্বোচ্চ বেড়েছে ক্যাপিটাল ট্রাস্টের শেয়ারের দাম। আপার সার্কিট হিট করেছে এই সিংস্থার শেয়ার। এ ছাড়াও বেড়েছে ল্যানকর হোল্ডিংস, সোমি কনভেয়র, কির্লোস্কার ইলেকট্রিক ও কোহিনূর ফুডস।

আজ পড়ল যারা:

আজ লোয়ার সার্কিট হিট করেছে জেনসোল ইঞ্জিনিয়ারিং। এ ছাড়াও পড়েছে ফুডস অ্যান্ড ইনস, বি অ্যান্ড বি ট্রিপলওয়াল কন্টেনারস, ডিআরসি সিস্টেমস, রিলায়েন্স কমিউনিকেশনের শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশিত হয়েছে জেনেরিক ইঞ্জিনিয়ারিংয়ের।
  • ত্রৈমাসিক ও বার্ষিক ফলাফল প্রকাশিত হয়েছে হেক্সাওয়্যার টেকনোলজিসের।
  • আজও ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলেছে চম্বল ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস ও অবন্তি ফিডস।
  • অন্যদিকে আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়ে ফেলেছে সিগনেচার গ্লোবাল ইন্ডিয়া লিমিটেড।

*৬ মার্চ বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।