৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
Share Market News: আজ ৩ শতাংশের বেশি বেড়েছে নিফটি মিডক্যাপ সিলেক্ট। ২.৫৪ শতাংশ বেড়েছে নিফটি নেক্সট ৫০।
দেশের সব সূচকই আজ বেড়েছে। ৩ শতাংশের বেশি বেড়েছে নিফটি মিডক্যাপ সিলেক্ট। ২.৫৪ শতাংশ বেড়েছে নিফটি নেক্সট ৫০। ২.৮০ শতাংশ বেড়েছে বিএসই স্মলক্যাপ সূচক। আর বাজারের এই বৃদ্ধিতে বেশ খুশি দেশের বিনিয়োগকারীরা।
ভারতের বাজার খানিক উঠলেও নিরাশ করেনি চিন, জাপান বা জার্মানির বাজার। আজ বেড়েছে চিনা সূচক হ্যাংসেং, জাপানি সূচক নিক্কেই ও জার্মানির সূচক ড্যাক্স।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।