Make Up Tips: ভুলেও মুখে দেবেন না…
মেক আপ এবং রূপটানের জন্য অনেকেই অনেক কিছু করেন। সৌন্দর্যের জন্য অনেকে টোটকাও ব্যবহার করেন। অনেক সময়ে ভুল জিনিসপত্র ব্যবহারে ঘটে যায় চরম বিপত্তি। ভুলেও এই সব জিনিস মুখের ত্বকে লাগাবেন না।
মেক আপ এবং রূপটানের জন্য অনেকেই অনেক কিছু করেন। সৌন্দর্যের জন্য অনেকে টোটকাও ব্যবহার করেন। অনেক সময়ে ভুল জিনিসপত্র ব্যবহারে ঘটে যায় চরম বিপত্তি। ভুলেও এই সব জিনিস মুখের ত্বকে লাগাবেন না। লবঙ্গ বা লবঙ্গ তেল মুখের ত্বকে দেবেন না। জ্বালা বা ক্ষতের সৃষ্টি হতে পারে। মুখে লাগাবেন না বেকিং সোডা। ত্বকে ক্ষত তৈরি করতে পারে বেকিং সোডা। ব্যবহার করবেন না বড় দানা যুক্ত স্ক্রাব। কড়া এক্সফোলিয়েন্ট যুক্ত স্ক্রাবও ত্বকের জন্য ক্ষতিকর। সুগন্ধি যুক্ত প্রোডাক্টও ত্বকের জন্য ভাল নয়। অ্যালকোহল যুক্ত টোনার এড়িয়ে চলুন। এড়িয়ে চলুন মেয়াদ উত্তীর্ণ টয়েলেটারিজ। অ্যালার্জি হয় এমন প্রোডাক্টও এড়িয়ে চলুন। আপনার ত্বকে কী ধরনের প্রসাধনীতে সমস্যা হয় তা জানুন বিশেষজ্ঞের পরামর্শে।