Howrah: হাওড়ায় বন্ধুদের সঙ্গে খেলার সময়ে বিস্ফোরণ, তদন্তে পুলিশ
Howrah: বছর সাতেকের এক নাবালক বাড়ির সামনে খেলা করছিল। সেই সময় বোমা ফেটে জখম হয় সে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ওই নাবালকের হাতের সব আঙুল ছিন্নভিন্ন হয়ে যায়। একমাস যেতে না যেতেই আরও একবার ঘটল ভয়ঙ্কর ঘটনা। এলাকায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।
হাওড়া: ফের বোমা ফেটে রক্তাক্ত শৈশব। বন্ধুদের সঙ্গে খেলার সময় ফাটল বোমা। গুরুতর জখন এক বালক। হাওড়ার বোধন মিস্ত্রি লেনের ঘটনা। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ভর্ত করা হয়েছে হাওড়া হাসপাতালে। বস্তুত, গত মাসে বীরভূমেও একই ঘটনা প্রকাশ্যে আসে। বছর সাতেকের এক নাবালক বাড়ির সামনে খেলা করছিল। সেই সময় বোমা ফেটে জখম হয় সে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ওই নাবালকের হাতের সব আঙুল ছিন্নভিন্ন হয়ে যায়। একমাস যেতে না যেতেই আরও একবার ঘটল ভয়ঙ্কর ঘটনা। এলাকায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।