Howrah Fire News: বাইকের গ্যারেজে বিধ্বংসী আগুন! জীবন্ত জ্বলে মৃত্যু মালিকের
Howrah News Update: কিন্তু কীভাবে আগুন লাগল? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওয়েল্ডিংয়ের কাজের সময়ই হঠাৎ করে আগুন লাগে গ্যারাজে। দাহ্য পদার্থের উপস্থিতির কারণে নিমিষে ছড়িয়ে পড়ে আগুন। ঢেকে ফেলে গোটা গ্যারাজ চত্বর।
হাওড়া: গোটা গ্যারাজ ঢেকে গিয়েছে ধোঁয়ায়। দাউদাউ করে জ্বলছে চারপাশ। হাওড়ায় ভয়াবহ পরিস্থিতি। কিন্তু কীভাবে আগুন লাগল? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওয়েল্ডিংয়ের কাজের সময়ই হঠাৎ করে আগুন লাগে গ্যারাজে। দাহ্য পদার্থের উপস্থিতির কারণে নিমিষে ছড়িয়ে পড়ে আগুন। ঢেকে ফেলে গোটা গ্যারাজ চত্বর।
ঘটনা হাওড়ার মৌড়িগ্রামের। সেখানে একটি বাইকের গ্যারাজেই লাগে বিধ্বংসী আগুন। তড়িঘড়ি ছুটে আসে দমকলের দু’টি ইঞ্জিন। ক্ষণিকের মধ্য়েই আগুন নেভানো হয়। কিন্তু ততক্ষণে হাতের বাইরে বেরিয়ে যায় পরিস্থিতি। জীবন্ত জ্বলে মৃত্যু হয় গ্য়ারাজ মালিকের।
Published on: Nov 18, 2025 11:40 PM
Latest Videos
