হুমা কুরেশিকে জড়িয়ে ধরে প্রকাশ্যে চুমু! কে করলেন এমন কীর্তি? ভিডিয়োটা দেখছেন নাকি!
যে প্রেমিক রচিতকে এতদিন লুকিয়ে রেখেছিলেন সবার নজর থেকে, সেই রচিতই সবার সামনে হুমাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে ফেললেন! হ্য়াঁ, সম্প্রতি মুম্বইয়ে হিমেশ রেশমিয়ার অনুষ্ঠানে এমনটিই ঘটল। ভিড়ে ঠাসা কনসার্ট ভেন্যুতে সবার সামনে হুমাকে চুমু খেলেন রচিত।
নিজের ব্যক্তিগত জীবনকে সব সময়ই গোপন রাখতে ভালবাসেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। কিন্তু সেই ব্যক্তিগত জীবন যে আচমকা প্রকাশ্যে চলে আসবে তা আন্দাজও করতে পারেননি। যে প্রেমিক রচিতকে এতদিন লুকিয়ে রেখেছিলেন সবার নজর থেকে, সেই রচিতই সবার সামনে হুমাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে ফেললেন! হ্য়াঁ, সম্প্রতি মুম্বইয়ে হিমেশ রেশমিয়ার অনুষ্ঠানে এমনটিই ঘটল। ভিড়ে ঠাসা কনসার্ট ভেন্যুতে সবার সামনে হুমাকে চুমু খেলেন রচিত। সেই ভিডিয়ো ঝড়ের বেগে ভাইরাল।
এই ভিডিয়ো ভাইরাল হলেও, এই নিয়ে এখনও পর্যন্ত কোনও মুখ খোলেননি হুমা কুরেশি বা রচিত। তবে ঘনিষ্ঠসূত্রে জানা গিয়েছে, বিষয়টা খুব একটা ভালভাবে নেননি হুমা। বরং এর পর থেকেই নানা ফিল্মি পার্টি এড়িয়ে চলছেন হুমা ও রচিত দুজনেই।
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
