AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হুমা কুরেশিকে জড়িয়ে ধরে প্রকাশ্যে চুমু! কে করলেন এমন কীর্তি? ভিডিয়োটা দেখছেন নাকি!

হুমা কুরেশিকে জড়িয়ে ধরে প্রকাশ্যে চুমু! কে করলেন এমন কীর্তি? ভিডিয়োটা দেখছেন নাকি!

আকাশ মিশ্র

|

Updated on: Nov 19, 2025 | 8:15 PM

Share

যে প্রেমিক রচিতকে এতদিন লুকিয়ে রেখেছিলেন সবার নজর থেকে, সেই রচিতই সবার সামনে হুমাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে ফেললেন! হ্য়াঁ, সম্প্রতি মুম্বইয়ে হিমেশ রেশমিয়ার অনুষ্ঠানে এমনটিই ঘটল। ভিড়ে ঠাসা কনসার্ট ভেন্যুতে সবার সামনে হুমাকে চুমু খেলেন রচিত।

নিজের ব্যক্তিগত জীবনকে সব সময়ই গোপন রাখতে ভালবাসেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। কিন্তু সেই ব্যক্তিগত জীবন যে আচমকা প্রকাশ্যে চলে আসবে তা আন্দাজও করতে পারেননি। যে প্রেমিক রচিতকে এতদিন লুকিয়ে রেখেছিলেন সবার নজর থেকে, সেই রচিতই সবার সামনে হুমাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে ফেললেন! হ্য়াঁ, সম্প্রতি মুম্বইয়ে হিমেশ রেশমিয়ার অনুষ্ঠানে এমনটিই ঘটল। ভিড়ে ঠাসা কনসার্ট ভেন্যুতে সবার সামনে হুমাকে চুমু খেলেন রচিত। সেই ভিডিয়ো ঝড়ের বেগে ভাইরাল।

এই ভিডিয়ো ভাইরাল হলেও, এই নিয়ে এখনও পর্যন্ত কোনও মুখ খোলেননি হুমা কুরেশি বা রচিত। তবে ঘনিষ্ঠসূত্রে জানা গিয়েছে, বিষয়টা খুব একটা ভালভাবে নেননি হুমা। বরং এর পর থেকেই নানা ফিল্মি পার্টি এড়িয়ে চলছেন হুমা ও রচিত দুজনেই।

Published on: Nov 19, 2025 08:14 PM