বিধানসভা ভোটে হুমায়নের লক্ষ্য কী? লুকোছাপা না রেখেই সব বলে দিলেন JUP প্রধান
জোটসঙ্গী খুঁজছেন হুমায়ুন কবীর। একদিকে রাজ্যের শাসকদলকে আসন্ন নির্বাচনে হারানোর হুঁশিয়ারি দিচ্ছেন। আবার নিজের দল জনতা উন্নয়ন পার্টির শরিক খুঁজতে অন্য দলগুলিকে বার্তা পাঠাচ্ছেন। বামেদের সঙ্গেও জোটে আগ্রহী তিনি। প্রতিদিন শাসকদলকে বিঁধে চলেছেন। আবার তাঁর দল কতগুলি আসন পেতে পারে, তা নিয়ে নানা মন্তব্য করে চলেছেন। তৃণমূলকে তিনি যে ক্ষমতা থেকে সরাবেন, সেকথাও জোর দিয়ে বলছেন। তৃণমূলকে যারা ক্ষমতাচ্যুত করতে চায়, তাদের তার দলের সঙ্গে জোটে আহ্বান জানিয়েছেন হুমায়ুন। কংগ্রেস, আইএসএফ, মিমকে বার্তা পাঠিয়েছেন। ৩০ জানুয়ারি পর্যন্ত তাঁর দলের সঙ্গে জোটের দরজা খোলা বলে জানিয়েছেন। বিজেপিকে যারা ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, তাদেরও আহ্বান জানান হুমায়ুন। আবার তিনি বলেছেন, তিনিই সরকার গড়বেন। তাঁর দল যদি ১০১টি আসন পায় এবং সরকার গড়তে বিজেপির সমর্থন প্রয়োজন হয়, তাহলে বিজেপির সমর্থন নেবেনও বলে জানিয়েছেন। সবমিলিয়ে জোটসঙ্গীর আশায় রয়েছেন হুমায়ুন।
জোটসঙ্গী খুঁজছেন হুমায়ুন কবীর। একদিকে রাজ্যের শাসকদলকে আসন্ন নির্বাচনে হারানোর হুঁশিয়ারি দিচ্ছেন। আবার নিজের দল জনতা উন্নয়ন পার্টির শরিক খুঁজতে অন্য দলগুলিকে বার্তা পাঠাচ্ছেন। বামেদের সঙ্গেও জোটে আগ্রহী তিনি। প্রতিদিন শাসকদলকে বিঁধে চলেছেন। আবার তাঁর দল কতগুলি আসন পেতে পারে, তা নিয়ে নানা মন্তব্য করে চলেছেন। তৃণমূলকে তিনি যে ক্ষমতা থেকে সরাবেন, সেকথাও জোর দিয়ে বলছেন। তৃণমূলকে যারা ক্ষমতাচ্যুত করতে চায়, তাদের তার দলের সঙ্গে জোটে আহ্বান জানিয়েছেন হুমায়ুন। কংগ্রেস, আইএসএফ, মিমকে বার্তা পাঠিয়েছেন। ৩০ জানুয়ারি পর্যন্ত তাঁর দলের সঙ্গে জোটের দরজা খোলা বলে জানিয়েছেন। বিজেপিকে যারা ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, তাদেরও আহ্বান জানান হুমায়ুন। আবার তিনি বলেছেন, তিনিই সরকার গড়বেন। তাঁর দল যদি ১০১টি আসন পায় এবং সরকার গড়তে বিজেপির সমর্থন প্রয়োজন হয়, তাহলে বিজেপির সমর্থন নেবেনও বলে জানিয়েছেন। সবমিলিয়ে জোটসঙ্গীর আশায় রয়েছেন হুমায়ুন।