Hybrid Car: ইলেকট্রিক গাড়ি ছেড়ে এই গাড়িতে ঝুঁকছে দেশ

Hybrid Car: ইলেকট্রিক গাড়ি ছেড়ে এই গাড়িতে ঝুঁকছে দেশ

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 26, 2023 | 2:48 PM

পেট্রল,ডিজেল বা বৈদ্যুতিক নয় হাইব্রিড ও সিএনজি গাড়ির চাহিদা বাড়ছে দেশে। দেখে নিন এই অর্থবর্ষের ৭ মাসে কোন গাড়ির বিক্রি কত। ইলেকট্রিক গাড়ির বিক্রি বেড়েছে। ই কারকে পেছনে ফেলে বেশি বিক্রি হয়েছে হাইব্রিড গাড়ি। সেপ্টেম্বর ২০২৩ এ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয় ৭,১১০ ইউনিট। সেপ্টেম্বর ২০২৩ এ হাইব্রিড গাড়ি বিক্রি হয় ৭,৩৮৫ ইউনিট।

পেট্রল,ডিজেল বা বৈদ্যুতিক নয় হাইব্রিড ও সিএনজি গাড়ির চাহিদা বাড়ছে দেশে। দেখে নিন এই অর্থবর্ষের ৭ মাসে কোন গাড়ির বিক্রি কত। ইলেকট্রিক গাড়ির বিক্রি বেড়েছে। ই কারকে পেছনে ফেলে বেশি বিক্রি হয়েছে হাইব্রিড গাড়ি। সেপ্টেম্বর ২০২৩ এ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয় ৭,১১০ ইউনিট। সেপ্টেম্বর ২০২৩ এ হাইব্রিড গাড়ি বিক্রি হয় ৭,৩৮৫ ইউনিট। অক্টোবর ২০২৩ এ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয় ৭,১০০ ইউনিট।

অক্টোবর ২০২৩ এ হাইব্রিড গাড়ি বিক্রি হয় ৭,৪০০ ইউনিট। মারুতি সুজুকি জানিয়েছে ২০৩০এর মধ্যে তাঁদের ১৫% গাড়ি বৈদ্যুতিক হবে। মারুতির ২৫% গাড়ি হাইব্রিড হবে। ৬০% গাড়ি মারুতি তৈরি করবে জৈব জ্বালানি,ফ্লেক্সি ফুয়েল,পেট্রোল ও সিএনজি চালিত গাড়ি। এবছর নতুন গাড়ির মডেলের মধ্যে ১১১টি পেট্রল চালিত। ২০১৯-২০ তে লঞ্চ হয় ১৪১টি পেট্রল গাড়ির মডেল। ডিজেল গাড়ির মডেল ১৩৮ থেকে হয়েছে ৫৪। সিএনজি মডেলের গাড়ি লঞ্চ হয়েছে ২৪টি। ২০১৯-২০ তে লঞ্চ হয় ১৪টি মডেল। ইলেকট্রিক মডেলের গাড়ি লঞ্চ হয়েছে ৩১টি। ২০১৯-২০ তে লঞ্চ হয় ৭টি মডেল। বিকল্প জ্বালানির দিকে গাড়ির ক্রেতারা ঝুঁকলে ভারতের পেট্রলিয়াম আমদানি খাতে খরচ কমবে।