TMC: নিরপেক্ষতা নিয়ে কী পদক্ষেপ কমিশনের, জানতে চাই: শতাব্দী

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 28, 2025 | 8:15 PM

TMC: সাংবাদিক বৈঠক থেকে ডেরেক বলেন, ‘তৃণমূল এসআইআর-এর বিরোধী নয়। আমরা এটাকে সঠিক ভাবে করাতে চাই। শতাব্দী যখন মৃতের তালিকাটা জ্ঞানেশ কুমারকে দিলেন, তখন তিনি অবাক। আমরা পাঁচটা প্রশ্ন করেছিলাম। জ্ঞানেশ কুমার নানান উত্তর দিয়েছেন। শুধু এই পাঁচটা বাদে।’

নয়া দিল্লি: একুশে জুলাই শহিদ মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন ঘিরে সমস্য়া তৈরি হলে বাংলা পেরিয়ে দিল্লি যেতে সময় লাগবে না। কয়েক মাসের ব্য়বধান। বাংলায় নিবিড় পরিমার্জনের কাজ শুরু হওয়ার দিন কয়েকের মধ্যে দিল্লিতে কমিশনের দুয়ারে পৌঁছে গেল তৃণমূলের একটি প্রতিনিধি দল।  সাংবাদিক বৈঠক থেকে ডেরেক বলেন, ‘তৃণমূল এসআইআর-এর বিরোধী নয়। আমরা এটাকে সঠিক ভাবে করাতে চাই। শতাব্দী যখন মৃতের তালিকাটা জ্ঞানেশ কুমারকে দিলেন, তখন তিনি অবাক। আমরা পাঁচটা প্রশ্ন করেছিলাম। জ্ঞানেশ কুমার নানান উত্তর দিয়েছেন। শুধু এই পাঁচটা বাদে।’