‘পিস পিস করে কেটে পুড়িয়ে দেব’, মহিলাকে হুমকি তৃণমূল নেতার

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 26, 2026 | 6:16 PM

একটি ভিডিয়ো সামাজিক মাধ্য়মে ভাইরাল হয়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি Tv9 বাংলা। সেই ভিডিয়োয় ওই নেতাকে বলতে শোনা যাচ্ছে, "ভেঙে দেব পরিষ্কার বলে দিচ্ছি, চড়িয়ে মেরে দেব, পিস পিস করে কেটে দেব, বাড়িতে পুড়িয়ে মেরে দেব"। 

এক মহিলাকে পিস পিস করে কেটে জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠল  তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বীরভূমের নানুরের দাসকলগ্রামের কড়েয়া ২ অঞ্চলের তৃণমূল নেতা ও জেলা পরিষদের সদস্য রমেশ সাহা। অভিযোগ, ব্যক্তিগত জায়গায় জোর করে পঞ্চায়েত থেকে নালি করা নিয়ে বিবাদের সূত্রপাত। একটি ভিডিয়ো সামাজিক মাধ্য়মে ভাইরাল হয়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি Tv9 বাংলা। সেই ভিডিয়োয় ওই নেতাকে বলতে শোনা যাচ্ছে, “ভেঙে দেব পরিষ্কার বলে দিচ্ছি, চড়িয়ে মেরে দেব, পিস পিস করে কেটে দেব, বাড়িতে পুড়িয়ে মেরে দেব”।