Astrology Tips: পড়লেই সাবধান
রোজকার সাংসারিক কাজ করতে গিয়ে হাত থেকে অনেক কিছু পড়ে যায়। কিন্তু কিছু কিছু জিনিস হাত থেকে পড়ে যাওয়া নাকি অমঙ্গল এর সংকেত বহন করে আনে। এমনটাই বলছে জ্যোতিষশাস্ত্র। হাত থেকে জল ভর্তি গ্লাস পড়ে গেলে তা নাকি ব্যাধির ইঙ্গিতবাহী। যে ব্যক্তির থেকে জলের গ্লাস পড়ে গেল তিনি নাকি অচিরেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবেন। এমনটাই বলছে জ্যোতিষশাস্ত্র।
রোজকার সাংসারিক কাজ করতে গিয়ে হাত থেকে অনেক কিছু পড়ে যায়। কিন্তু কিছু কিছু জিনিস হাত থেকে পড়ে যাওয়া নাকি অমঙ্গল এর সংকেত বহন করে আনে। এমনটাই বলছে জ্যোতিষশাস্ত্র। হাত থেকে জল ভর্তি গ্লাস পড়ে গেলে তা নাকি ব্যাধির ইঙ্গিতবাহী। যে ব্যক্তির থেকে জলের গ্লাস পড়ে গেল তিনি নাকি অচিরেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবেন। এমনটাই বলছে জ্যোতিষশাস্ত্র।
বাস্তুশাস্ত্র মতে সরষের তেল পড়ে যাওয়া ঋণে জর্জরিত হওয়ার সংকেত। হিন্দুধর্ম ও হিন্দুশাস্ত্রে চাল মা লক্ষ্মীর রূপ। তাই জ্যোতিষ বলছে হাত থেকে চাল পড়ে যাওয়া মানে, মা লক্ষ্মী আপনার উপর রুষ্ঠ হয়েছেন। এমন লক্ষণ আর্থিক সংকটের ইঙ্গিতবাহী। হাত থেকে নুন পড়ে গেলে তা সংকেত দিচ্ছে বিভিন্ন রকমের সংকটে জড়িয়ে পড়বেন। নুন পড়ে যাওয়া ব্যর্থতার ইঙ্গিতবাহীও। কারও হাত থেকে গোলমরিচ পড়ে যাওয়া অর্থ নিকট কারও সঙ্গে সম্পর্কে ছেদ ঘটতে চলেছে। যদিও এই সমস্ত বিষয় বিশ্বাস করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এই প্রতিবেদনটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে তৈরি।