Mosquito: এই মশা কামড়ালে ২০ সেকেন্ডে মৃত্যু নিশ্চিত!

এই মশা দেখতে এতটাই বড় যে এর ডানার বিস্তার ১১ সেন্টিমিটার। এটি “হলোরুসিয়া মিকাডো” প্রজাতির বিশ্বের বৃহত্তম মশা। এই মশাটির কামড়ে ২০ সেকেন্ডের মধ্যে একজনের মৃত্যু হয়।

Mosquito: এই মশা কামড়ালে ২০ সেকেন্ডে মৃত্যু নিশ্চিত!
| Edited By: | Updated on: Feb 13, 2023 | 9:25 PM

আপনি কি জানেন কোন মশা আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে বিপজ্জনক? পৃথিবীতে ২৫০০ টিরও বেশি প্রজাতির মশা রয়েছে। স্ত্রী মশা মারা যাওয়ার আগে ৫০০ টি ডিম পাড়তে পারে। চিনের সিচুয়ান প্রদেশে বিশ্বের সবচেয়ে বড় মশার সন্ধান পাওয়া গেছে। এই মশা দেখতে এতটাই বড় যে এর ডানার বিস্তার ১১ সেন্টিমিটার। এটি “হলোরুসিয়া মিকাডো” প্রজাতির বিশ্বের বৃহত্তম মশা। এই মশাটির কামড়ে ২০ সেকেন্ডের মধ্যে একজনের মৃত্যু হয়। বিজ্ঞানীরা তালিকার প্রথমেই যে মশাটিকে রেখেছেন তা হল-এডিস ইজিপ্টাই। এই মশা জিকা, হলুদ জ্বর এবং ডেঙ্গুর মতো রোগ ছড়ায়। এই মশা সবচেয়ে বেশি সক্রিয় থাকে সূর্যোদয়ের প্রায় 2 ঘন্টা পরে এবং সূর্যাস্তের কয়েক ঘন্টা আগে।

Follow Us: