AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ceiling Fan: এই পাখাতে কমবে বিদ্যুতের বিল!

Ceiling Fan: এই পাখাতে কমবে বিদ্যুতের বিল!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 16, 2023 | 5:00 PM

Share

অনেক সংস্থাই তাদের দামি সিলিং ফ্যানগুলিতে BLDC প্রযুক্তি ব্যবহার করছে। অত্যাধুনিক এই প্রযুক্তির ফলে ফ্যানগুলো চলার সময় মাত্র ২০-৩৫ ওয়াট বিদ্যুৎ খরচ করে

এই প্যাচপ্যাচে গরমে ফ্যান ছাড়া এক ফোঁটাও চলে না আমাদের। গ্রীষ্মকাল শুরু হতেই কেউ সিলিং ফ্যান চালান,কেউ আবার টেবিল ফ্যানও চালান তাঁদের বাড়িতে। সিলিং ফ্যানের মোটর অনেকটাই ভারী হয়। তা চালানোর জন্য ৭০-৭৫ ওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়। আগেকার দিনে তো একটা সিলিং ফ্যান চালাতে ১৫০ ওয়াট পর্যন্ত বিদ্যুতের প্রয়োজন হত। টেবিল ফ্যান চালানোর জন্য ৫০-৫৫ ওয়াট শক্তির প্রয়োজন হয়। স্ট্যান্ডিং ফ্যান চালানোর জন্য ৬৫-১০০ ওয়াট বিদ্যুৎ খরচ হয়। এই ৩ ধরনের ফ্যানের ক্ষেত্রে সবথেকে বেশি বিদ্যুৎ খরচ করে স্ট্যান্ডিং ফ্যান। সিলিং ফ্যানের চেয়ে টেবিল ফ্যান ব্যবহার করা অনেকটাই বেশি লাভজনক। আপনি যদি স্ট্যান্ড ফ্যান চালান,তাহলে আপনার ইলেকট্রিসিটি বিল আসবে অনেক বেশি। স্ট্যান্ড ফ্যানের তুলনায় আপনি যদি সিলিং ফ্যান চালান তাহলে কিছুটা বিদ্যুৎ সাশ্রয় হবে। টেবিল ফ্যান চালালে এই গরমে আপনার বিদ্যুৎ বিলের পিছনে খরচা অনেকটাই কমে যাবে। অনেক সংস্থাই তাদের দামি সিলিং ফ্যানগুলিতে BLDC প্রযুক্তি ব্যবহার করছে। অত্যাধুনিক এই প্রযুক্তির ফলে ফ্যানগুলো চলার সময় মাত্র ২০-৩৫ ওয়াট বিদ্যুৎ খরচ করে। BLDC হল একটি নতুন প্রযুক্তির বৈদ্যুতিক মোটর,পুরনো প্রথাগত DC মোটরের একটি উন্নত রূপ। সিলিং ফ্যানই আপনার সবথেকে কম বিদ্যুৎ খরচ করতে পারে,যদি তাতে BLDC প্রযুক্তি থাকে।

Published on: Apr 16, 2023 05:00 PM