সিনেমাকেও হার মানাচ্ছে, ‘পুষ্পা’ মনে করিয়ে দিচ্ছে খানাকুলের এই ছবি

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 09, 2025 | 2:41 PM

Khanakul: প্রশ্ন উঠেছে নজর এড়িয়ে কীভাবে প্রকাশ্যে গাছ কেটে নেওয়া হল? তবে শুধু খানাকুল নয়, গোটা আরামবাগ মহকুমা জুড়ে দেদার গাছ লুঠ হচ্ছে বলে অভিযোগ। কার মদতে চলছে চোরাকারবার? লক্ষাধিক গাছ কাটার পারমিশন দেওয়া হচ্ছে কীভাবে!

নির্বিচারে কাটা হচ্ছে গাছ। কয়েক লক্ষ টাকার গাছের গুঁড়ি চুরি হয়ে যাচ্ছে। হুগলির খানাকুলের এই ঘটনা দক্ষিণী সুপারহিট সিনেমা ‘পুষ্পা’-র দৃশ্য মনে করিয়ে দিচ্ছে। খালের চারপাশ থেকে বিপুল সংখ্যক মূল্যবান গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

গাছ চুরির ‘পান্ডা’ বা মূল অভিযুক্ত এখনও অধরা। ঘটনা জানাজানি হতেই তৃণমূল-বিজেপি চাপানউতোর শুরু হয়েছে। শাসকদল তৃণমূল ময়দানে নেমে অভিযোগ করেছে, বিজেপির ইন্ধনেই এই অবৈধভাবে গাছ কেটে পাচার চলছে। পাল্টা বিজেপির দাবি, এটি তৃণমূলের কুৎসা রটানো ছাড়া আর কিছুই নয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও প্রশাসনকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।