Weather Update in Bengal: দীঘায় ২দিন বৃষ্টি!
Heavy Rain in Digha: রামনগর, দীঘা, কাঁথি সহ দক্ষিণবঙ্গে আজ ও কাল নিম্নচাপের বৃষ্টি। সকাল থেকেই আকাশের মুখ ভার। গতকাল রাতে উপকূলবর্তী এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা শক্তি বাড়িয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
রামনগর, দীঘা, কাঁথি সহ দক্ষিণবঙ্গে আজ ও কাল নিম্নচাপের বৃষ্টি।সকাল থেকেই আকাশের মুখ ভার।গতকাল রাতে উপকূলবর্তী এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরী হয়েছিল তা শক্তি বাড়িয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপ এদিন ঘন্টায় ১৩ কিমি বেগে বঙ্গোপসাগরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দুপুরে এর অবস্থান ছিল বিশাখাপত্তনম থেকে ৪৭০ কিমি দক্ষিণ-পূর্বে, ওড়িশার পারাদ্বীপ থেকে ৬২০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং এ রাজ্য পশ্চিমবঙ্গের দিঘা উপকূল থেকে ৭৭০ কিমি দক্ষিণে।
আজ ১৬ ই নভেম্বর নিম্নচাপ দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে।
এরপর ওড়িশা উপকূলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে। নিম্নচাপের জেরে বৃহস্পতি এবং শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। উপকূল অঞ্চল ও ওড়িশা লাগোয়া জেলাগুলিতে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে রাজ্যে। তবে আজ থেকেই বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। মন্দারমনি থানার পক্ষ থেকে উপকূল এলাকায় চলছে মাইকিং । আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার কলকাতা-সহ ৮ জেলা, দক্ষিণবঙ্গের কলকাতা , হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া এসব জেরায় বৃষ্টি হতে পারে