Narendra Modi-Donald Trump, Indian Stock Market: মোদী-ট্রাম্প বৈঠক, এবার রকেট গতিতে উঠবে ভারতের বাজার?
Impact on Indian Stock Market: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতে ১৩ ফেব্রুয়ারি এই চুক্তি নিয়ে কথাবার্তা হয়। আর এর পর ভারতের বাজারে যে কিছুটা হলেও আশার আলো দেখা যাবে, সে বিষয়ে কিছুটা নিশ্চিত বাণিজ্য মহল।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতে ১৩ ফেব্রুয়ারি এই চুক্তি নিয়ে কথাবার্তা হয়। যদিও ট্রাম্প প্রথম বার ক্ষমতায় আসার পর এই ‘ক্ষুদ্র ব্যবসায়িক চুক্তি’ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। যা পরবর্তীতে বাইডেন আমলে আবার ঠান্ডা ঘরেও চলে যায়।
যদিও ওই আধিকারিকের বক্তব্য অনুযায়ী, বাণিজ্য ঘাটতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে তালিকা তৈরি করে সেখানে অনেক নীচের দিকে আসে ভারত। আর এই বিষয়ে আমেরিকার তীক্ষ্ণ নজর থাকে চিনের দিকেই। বিশ্ব ব্যাঙ্কের তথ্য অনুযায়ী চিনের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি প্রায় ৩০০ বিলিয়ন ডলারের। ফলে এ ক্ষেত্রে আমেরিকার আসল লক্ষ্য যে চিনই সেটা যেন কিছুটা হলেও পরিষ্কার। আর এর পর ভারতের বাজারে যে কিছুটা হলেও আশার আলো দেখা যাবে, সে বিষয়ে কিছুটা নিশ্চিত বাণিজ্য মহল।