India-Bangladesh Business: বাংলাদেশকে নতুন প্যাঁচে ফেলল ভারত, এবার ভাতে মারা যাবে ইউনূসের দেশ?
India-Bangladesh Business: ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের জারি করা নির্দেশিকা অনুযায়ী, বেশ কিছু পণ্য বাংলাদেশ থেকে আমদানি করার ক্ষেত্রে উত্তর পূর্বের সীমান্ত বন্দরগুলো আর ব্যবহার করা যাবে না।
পশ্চিম সীমান্তে পাকিস্তানকে ঘরে ঢুকে মেরে আসার পর এবার পূর্ব সীমান্তে নজর ভারতের। ধীরে ধীরে বাংলাদেশের উপর চাপ বাড়াচ্ছে কেন্দ্র। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের জারি করা নির্দেশিকা অনুযায়ী, বেশ কিছু পণ্য বাংলাদেশ থেকে আমদানি করার ক্ষেত্রে উত্তর পূর্বের সীমান্ত বন্দরগুলো আর ব্যবহার করা যাবে না। আর এই নির্দেশিকার পর সেই সব বাংলাদেশি পণ্য ভারতে আমদানি করতে হলে কলকাতা বা মুম্বই বন্দর ব্যবহার করতে হবে।
এমন হলে বাংলাদেশি পণ্য ভারতে আনার জন্য খরচ বাড়বে। আর এমন হলে, “লাভবান হবে ভারতের সেই সব ধরণের পণ্য উৎপাদনকারীরা, বাড়বে আমাদের অর্থনীতি”, বলছেন ব্যবসায়ী সংগঠনের নেতা। সাম্প্রতিক অতীতে বাংলাদেশে যে পট পরিবর্তন হয়েছে সেই প্রসঙ্গ টেনে শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই সিদ্ধান্তকে সমর্থনই জানিয়েছেন।