India-UAE Relation: কাছাকাছি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, প্রেশার বাড়ল পাকিস্তান-আমেরিকার!
Saudi Arabia, Pakistan, United States Of America: সংযুক্ত আরব আমিরশাহির সংস্থা ADNOC-র সঙ্গে ১০ বছরের গ্যাস চুক্তি সই করেছে আমাদের দেশ। এ ছাড়াও দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে মহাকাশ গবেষণা সহ একাধিক বিষয়ে। সৌদি, পাক ও আমেরিকার মুখে ঝামা ঘষে দুই দেশ সই করল একাধিক চুক্তি।
ভারতের আরও কাছাকাছি সংযুক্ত আরব আমিরশাহি। দুই দেশের মধ্যে ৫টা গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হল। একদিকে যখন উত্তেজনা বাড়ছে পশ্চিম এশিয়ায়, তখনই ভারতে এলেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট। যেন রক্তচাপ বাড়ল পাকিস্তান ও আমেরিকার। স্বাক্ষরিত হল প্রতিরক্ষা ও পরমাণু চুক্তি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই দেশের বাণিজ্য নিয়ে যাওয়া হবে ২০০ মিলিয়ন ডলারে।
সংযুক্ত আরব আমিরশাহির সংস্থা ADNOC-র সঙ্গে ১০ বছরের গ্যাস চুক্তি সই করেছে আমাদের দেশ। এ ছাড়াও দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে মহাকাশ গবেষণা সহ একাধিক বিষয়ে। সৌদি, পাক ও আমেরিকার মুখে ঝামা ঘষে দুই দেশ সই করল একাধিক চুক্তি।
Published on: Jan 21, 2026 06:28 PM