SIR: ভারতীয় দম্পতিকে মা-বাবা পরিচয় বাংলাদেশির, প্রশাসনের দ্বারস্থ ৯২ বছরের বৃদ্ধা
SIR In WB: ২০০২ ভোটার তালিকায় নাম না থাকায় SIR ফর্মে সুবোধ মা হিসেবে দেখিয়েছেন ৯২ বছরের বৃদ্ধা জগৎ তারাকে। আর বাবা হিসেবে নাম রয়েছে প্রয়াত রাজেন্দ্রনাথ বিশবাসের। আর সুবোধের ছেলে তাপস ঠাকুমা হিসেবে জগৎতারার নাম এবং এপিক নাম্বার ব্যবহার করেছেন।
শিলিগুড়ি: দুই ভারতীয় নাগরিকের ভোটার কার্ড ব্যবহার করে বাবা-মা সাজিয়ে নাম তুলেছেন বাংলাদেশী নাগরিক। অভিযুক্তের ছেলেও ঠাকুমা হিসেবে ভারতীয় ওই মহিলাকে দেখিয়েই এবার SIR ফর্ম ভরেছেন। গোটা ঘটনা জেনে প্রশাসনের দ্বারস্থ ভারতীয় নাগরিক ৯২ বছরের বৃদ্ধা। শিলিগুড়ির কাওয়াখালি এলাকায় বসবাস করেন সুবোধ বিশবাস এবং তার ছেলে তাপস বিশবাস। ২০০২ ভোটার তালিকায় নাম না থাকায় SIR ফর্মে সুবোধ মা হিসেবে দেখিয়েছেন ৯২ বছরের বৃদ্ধা জগৎ তারাকে। আর বাবা হিসেবে নাম রয়েছে প্রয়াত রাজেন্দ্রনাথ বিশবাসের। আর সুবোধের ছেলে তাপস ঠাকুমা হিসেবে জগৎতারার নাম এবং এপিক নাম্বার ব্যবহার করেছেন। যদিও শান্তি পাড়ার বাসিন্দা ওই বৃদ্ধা জগৎতারার দাবি , আমার দুই ছেলে। কে সুবোধ এবং কে তাপস আমি চিনিই না।
খসড়া ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম? শুভেন্দু বললেন...
অ্যাকশন দৃশ্য করতে গিয়ে হাড় ভেঙেছিল কোয়েলের, দেখুন...
খসড়া তালিকায় নাম না থাকলে কী হবে? কী বলছেন বিশেষ পর্যবেক্ষক?
মতুয়া অধ্যুষিত এলাকাতেই আনম্যাপড ভোটার বেশি! কোন জায়গায় বেশি নাম?

