কর্তব্যপথে এবার খেল দেখাবে দেশি কুকুর
Republic Day Parade: এরা প্রত্যেকেই ভারতীয় সেনার ‘রিমাউন্ট অ্যান্ড ভেটেরিনারি কোর’ বা RVC-র গুরুত্বপূর্ণ অংশ। এই পশু-পাখিদের কর্তব্যপথে নামিয়ে সেনা দেখাবে, কীভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই চারপেয়েরাও পাহারা দেয়।
এই প্রথম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে ভারতীয় সেনাবাহিনীর ‘চতুষ্পদ’ বাহিনী বা পশু, পাখিদের ব্রিগেড। ২৬ জানুয়ারি, কর্তব্যপথে কসরৎ দেখাবে দুটি ব্যাকট্রিয়ান উট, চারটি টাট্টু ঘোড়া, চারটি শিকারি পাখি, দশটি দিশি ব্রিডের কুকুর। এরা প্রত্যেকেই ভারতীয় সেনার ‘রিমাউন্ট অ্যান্ড ভেটেরিনারি কোর’ বা RVC-র গুরুত্বপূর্ণ অংশ। এই পশু-পাখিদের কর্তব্যপথে নামিয়ে সেনা দেখাবে, কীভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই চারপেয়েরাও পাহারা দেয়। একইসঙ্গে ভারত যে প্রতিরক্ষায় এখন সবদিক থেকেই আত্মনির্ভর, এই দিশি চতুস্পদ বাহিনীকে নামিয়ে সেই বার্তাও দিতে চায় সেনা।