Indian Bike: ইন্ডিয়ান কিন্তু ভারতীয় নয়
বিশ্বের সেরা মোটরবাইকের অন্যতম ব্র্যান্ড 'ইন্ডিয়ান'। ইন্ডিয়ান মানে তো ভারতীয়। ইন্ডিয়ান মোটরসাইকেল কি তবে ভারতের? নাম শুনে ভাববার কোনও কারণ নেই ব্র্যান্ডটি ভারতীয়। ১৮৯৭ এ আমেরিকার জর্জ এম. হেন্ডি ও অস্কার হেডস্ট্রম প্রতিষ্ঠা করেন হেন্ডি ম্যানুফ্যাকচারিং।
বিশ্বের সেরা মোটরবাইকের অন্যতম ব্র্যান্ড ‘ইন্ডিয়ান’। ইন্ডিয়ান মানে তো ভারতীয়। ইন্ডিয়ান মোটরসাইকেল কি তবে ভারতের? নাম শুনে ভাববার কোনও কারণ নেই ব্র্যান্ডটি ভারতীয়। ১৮৯৭ এ আমেরিকার জর্জ এম. হেন্ডি ও অস্কার হেডস্ট্রম প্রতিষ্ঠা করেন হেন্ডি ম্যানুফ্যাকচারিং। বাইসাইকেলে মোটর যুক্ত করে তখন তাঁরা তৈরি করতেন মোটরবাইক। পরবর্তীকালে ১৯০১ এ তাঁরা ইন্ডিয়ান নামটি যুক্ত করেন। তৈরি হয় মোটরবাইক তৈরির কারখানা। সেই সময়ে আমেরিকায় জনপ্রিয় ছিল দেশীয় জনজাতি রেড ইন্ডিয়ানদের সংস্কৃতি ও প্রভাব। কেটে গেছে একটা শতাব্দীরও বেশি সময়। এর মধ্যে দুনিয়াকে দুর্দান্ত সব মোটরবাইক পরিবেশন করেছে এই সংস্থা। রোডমাস্টার, ববার, স্কাউট, ডার্ক হর্স ইন্ডিয়ানের জনপ্রিয় মোটরবাইক। এই ব্র্যান্ডের বাইকের দাম শুরু ২০ লক্ষ টাকা থেকে। ভারতেও পাওয়া যায় এই বাইকের বেশ কিছু প্রিমিয়াম মডেল।