Stock Market News: পড়ল বেঞ্চমার্ক সূচক, ৮৯২ পয়েন্ট পড়েছে বিএসই ব্যাঙ্কেক্স!
Share Market: আজ পড়েছে ভারতের বেশিরভাগ সূচকই। ৭৩৭ পয়েন্ট পড়েছে নিফটি ব্যাঙ্ক। ৮৯২ পয়েন্ট পড়েছে বিএসই ব্যাঙ্কেক্স সূচক।
নতুন অর্থবর্ষের প্রথম দিনই ভারতের দুই বেঞ্চমার্ক সূচক পড়েছে বেশ খানিকটা করে। ৩৫৩ পয়েন্ট পড়েছে নিফটি ৫০ সূচক। অন্যদিকে, ১,৩৯০ পয়েন্ট পড়েছে আর এক বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্সও।
আজ পড়েছে ভারতের বেশিরভাগ সূচকই। ৭৩৭ পয়েন্ট পড়েছে নিফটি ব্যাঙ্ক। ৮৯২ পয়েন্ট পড়েছে বিএসই ব্যাঙ্কেক্স সূচক। ৬৭১ পয়েন্ট পড়েছে নিফটি নেক্সট ৫০। নিফটি মিডক্যাপ ১০০ পড়েছে ৪৪২ পয়েন্ট। ৯০৫ পয়েন্ট পড়েছে নিফটি আইটি সূচক।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।