Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WITT 2024: G20-তে এক বিশ্ব, এক পরিবার চিন্তাধারাকে তুলে ধরেছি আমরা: অমিতাভ কান্ত

WITT 2024: G20-তে এক বিশ্ব, এক পরিবার চিন্তাধারাকে তুলে ধরেছি আমরা: অমিতাভ কান্ত

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Feb 25, 2024 | 9:01 PM

কূটনীতি ও সফট পাওয়ারের মধ্যে সূক্ষ পার্থক্য রয়েছে। আমরা ভারতের ডিজিটাল শক্তি তুলে ধরেছি। বিভিন্ন ক্ষেত্রে ভারতের উন্নতি তুলে ধরা হয়েছে। এটাই ভারতের সফট পাওয়ারের পরিচয়: অমিতাভ কান্ত

TV9 নেটওয়ার্ক আয়োজিত What India Thinks Today-র প্রথম দিনে মঞ্চে উপস্থিত ছিলেন ভারতের G20 শেরপা অমিতাভ কান্ত। রাজধানীতে অনুষ্ঠিত এই সামিটে অমিতাভ কান্ত বক্তব্য রাখেন সফট পাওয়ার এবং ব্র্যান্ড ইন্ডিয়ায় তার প্রভাব নিয়ে। অমিতাভ কান্ত জানান, ২০২৩-এ G20-র আয়োজন করে ভারত বিশ্বের দরবারে তার নিজের একটি বিশেষ স্থান তৈরি করতে সমর্থ হয়েছে। “ব্রান্ড ইন্ডিয়া: লেভারেজিং সফট পাওয়ার” শীর্ষক অনুষ্ঠানে অমিতাভ কান্ত বলেন, “কীভাবে একটা ব্রান্ড তৈরি করে মানুষের মননে প্রবেশ করা যায়, তাই-ই হল সফট পাওয়ার। জি-২০ তে আমরা জি-৭কে একসঙ্গে আনতে পেরেছি, উদীয়মান শক্তিকে একসঙ্গে আনতে পেরেছি। চিন, রাশিয়ার মতো দেশকে একসঙ্গে আনতে পেরেছি। এটা ভারতের সব দেশের সঙ্গে মিলিতভাবে কাজ করার ক্ষমতাকেই তুলে ধরে।” অমিতাভ কান্তর পুরো বক্তব্য শুনতে দেখুন এই ভিডিয়ো।