N. R. Narayana Murthy, Infosys: দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তির পরিমাণ শুনলে চমকাবেন...

N. R. Narayana Murthy, Infosys: দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তির পরিমাণ শুনলে চমকাবেন…

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Jan 21, 2025 | 7:15 PM

Youngest Millionaire of India: ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি তাঁর নাতি একাগ্রকে সংস্থার ০.০৪ শতাংশ শেয়ার উপহার হিসাবে দিয়েছেন। সংখ্যার বিচারে তা প্রায় ১৫ লক্ষ শেয়ার। এর অর্থমূল্য ২৪০ কোটি টাকার কাছাকাছি।

ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কাছে রয়েছে সংস্থার ০.৩৬ শতাংশ শেয়ার। কিছুদিন আগেই তিনি তাঁর নাতি একাগ্রকে সংস্থার ০.০৪ শতাংশ শেয়ার উপহার হিসাবে দিয়েছেন সংখ্যার বিচারে তা প্রায় ১৫ লক্ষ শেয়ার। এর অর্থমূল্য ২৪০ কোটি টাকার কাছাকাছি। একাগ্র সেই অর্থমূল্যের শেয়ার পাওয়ার পর তাঁকে ভারতের কনিষ্ঠতম কোটিপতিদের মধ্যে অন্যতম হিসাবে গণ্য করা হয়।

নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি ইনফোসিসের প্রায় ০.৯৫ শতাংশ শেয়ারের মালিক। সংখ্যার বিচারে যা প্রায় ৩ কোটি ৪৫ লক্ষ শেয়ার। ইনফোসিসের ১.০৫ শতাংশ বা প্রায় ৩ কোটি ৮৯ লক্ষ শেয়ার রয়েছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনকের স্ত্রী ও নারায়ণ মূর্তির কন্যা অক্ষতা মূর্তির কাছে। আর নারায়ণ মূর্তির ছেলে রোহন মূর্তির কাছে রয়েছে ১.৪৬৫ শতাংশ শেয়ার। সংখ্যার বিচারে যা ৬ কোটি ৮০ লক্ষ শেয়ার।