আমায় ‘ভাষা’ইলি রে- প্রথম বাংলা অক্ষরে লেবেলিং

aryama das |

Feb 22, 2021 | 4:37 PM

কীভাবে বাংলা লেভেলিঙের শুরু।

Follow Us

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা অক্ষর লেবেল হিসেবে প্রথম কবে মুদ্রা, রেকর্ড, ডাকটিকিট বা দেশলাই বাক্সের উপর ব্যবহৃত হল? তার সঙ্গে জুড়ে রয়েছে নানা ইতিহাস। অনেক যুদ্ধ, অধিকার আদায়ের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে বাংলা মুদ্রণের ব্যবহার। কীভাবে বাংলা লেভেলিঙের শুরু? তারপর কতদিন সাধারণ কাজের ক্ষেত্রে চলল বাংলা ভাষা?

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা অক্ষর লেবেল হিসেবে প্রথম কবে মুদ্রা, রেকর্ড, ডাকটিকিট বা দেশলাই বাক্সের উপর ব্যবহৃত হল? তার সঙ্গে জুড়ে রয়েছে নানা ইতিহাস। অনেক যুদ্ধ, অধিকার আদায়ের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে বাংলা মুদ্রণের ব্যবহার। কীভাবে বাংলা লেভেলিঙের শুরু? তারপর কতদিন সাধারণ কাজের ক্ষেত্রে চলল বাংলা ভাষা?

Next Video