Investment: ২৫ হাজার জমিয়ে কীভাবে পাবেন ২ কোটির বেশি?

Jan 21, 2026 | 5:50 PM

2 Crore: আপনার আগামীর সবচেয়ে বড় ঝুঁকি কিন্তু বাজারের ওঠানামা নয়। বরং মূদ্রাস্ফীতিই আপনার উপার্জন ও আপনার ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। আজকের দিনে যা আপনার কাছে নিরাপত্তা বলে মনে হতে পারে, সেই পরিমাণ টাকা আগামীতে কমে গিয়ে আপনার ক্রয়ক্ষমতা, আপনার স্বাধীনতা কমিয়ে দেবে।

প্রতিমাসে ২৫ হাজার টাকা যদি কেউ জমাতে পারেন, তাহলে সেটা সত্যিই একটা বিরাট বড় ব্যাপার। শৃঙ্খলা মেনে ধারাবাহিক ভাবে এই সঞ্চয় আপনাকে দেশের বেশিরভাগ মানুষের থেকেই অনেকটা এগিয়ে দেবে। আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ছে দেখলে আপনারও মনটা শান্ত থাকবে। মনে করবেন, সত্যিই আপনার ভবিষ্যৎ আপনার নিয়ন্ত্রণে।

ইক্যুইটি মিউচুয়াল ফান্ড আপনাকে বছরে গড়ে অন্তত ১১ থেকে ১২ শতাংশের কাছাকাছি রিটার্ন দেয়। আর সেই হিসাব করলে আপনি ২০ বছরে প্রায় ২ কোটি থেকে ২ কোটি ৩০ লক্ষ টাকা জমিয়ে ফেলতে পারবেন।

আপনার আগামীর সবচেয়ে বড় ঝুঁকি কিন্তু বাজারের ওঠানামা নয়। বরং মূদ্রাস্ফীতিই আপনার উপার্জন ও আপনার ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। আজকের দিনে যা আপনার কাছে নিরাপত্তা বলে মনে হতে পারে, সেই পরিমাণ টাকা আগামীতে কমে গিয়ে আপনার ক্রয়ক্ষমতা, আপনার স্বাধীনতা কমিয়ে দেবে।

Published on: Jan 21, 2026 05:50 PM