Investments: ২০০ জমিয়েই ২৫ লাখ? কীভাবে দেখুন

Jan 12, 2026 | 7:54 PM

25 Lakh Rupees: প্রতিদিন ২০০ টাকা জমানো মানে মাসে জমবে প্রায় ৬ হাজার টাকা। আমাদের দৈনন্দিন চা-জলখাবারের খরচের সমান। এই টাকা যদি আপনি টানা ১৪ বছর বিনিয়োগ করেন এবং তারপর বার্ষিক গড়ে ১২ শতাংশ রিটার্ন পান, তবে কী হবে জানেন?

এখন বহু মিউচুয়াল ফান্ড হাউস দিনে মাত্র ১০০ টাকা থেকে বিনিয়োগের সুযোগ দিচ্ছে। যারা ফ্রিল্যান্সার বা ছোট ব্যবসায়ী বা সামান্য বেতনের কাজ করেন, তাঁদের জন্য এটি দারুণ সুবিধাজনক। এই দৈনিক এসআইপির মাধ্যমে অল্প অল্প করে সঞ্চয় করে, তা বিরাট ম্যাজিক হতে পারে দীর্ঘমেয়াদে।

প্রতিদিন ২০০ টাকা জমানো মানে মাসে জমবে প্রায় ৬ হাজার টাকা। আমাদের দৈনন্দিন চা-জলখাবারের খরচের সমান। এই টাকা যদি আপনি টানা ১৪ বছর বিনিয়োগ করেন এবং তারপর বার্ষিক গড়ে ১২ শতাংশ রিটার্ন পান, তবে কী হবে জানেন?

Published on: Jan 12, 2026 07:54 PM