IPL 2023, RCB: আরসিবি কেমন পারফর্ম করবে?

IPL 2023, RCB: আরসিবি কেমন পারফর্ম করবে?

IPL 2023, RCB: আরসিবি কেমন পারফর্ম  করবে?
| Updated on: Apr 01, 2023 | 9:15 AM

আইপিএলের জন্মলগ্ন থেকেই আরসিবিতে বিরাট কোহলি। এ বারও বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি রয়েছেন। সব থেকেও যেন কিছুই নেই আরসিবিতে। ১৫টি সংস্করণের মধ্যে এক বারও ট্রফির স্বাদ পায়নি আরসিবি। গত বারের আইপিএলে লিগ পর্বে চতুর্থ স্থানে শেষ করেছিল রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। ৮টি জয় এবং আধডজন হার। প্লে-অফে যোগ্য়তা অর্জন করেছিল তারা। এলিমিনেটর ম্য়াচে আইপিএলে অভিষেককারী লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছিল আরসিবি। গত বার আরসিবির তারকা রজত পাতিদারের চোট রয়েছে। শুরুর দিকে তাঁকে কতটা পাওয়া যাবে এ নিয়ে ধোঁয়াশা রয়েছে। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই রিহ্য়াব চলবে তার। তেমনই বিশ্বের অন্য়তম সেরা পেসার জশ হ্য়াজলউডও পুরোপুরি ফিট নন। তাঁর জন্য়ও হয়তো অপেক্ষা করতে হবে আরসিবিকে। ভারতের মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি এবং ওডিআই সিরিজে পাওয়া যায়নি হ্য়াজলউডকে। আরসিবির বিদেশি পেসারদের মধ্য়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন ইংল্যান্ডের বাঁ হাতি পেসার রিস টপলি। গ্লেন ম্য়াক্সওয়েলের ব্য়াক আপ হিসেবে রাখা হয়েছিল ইংল্য়ান্ডের উইল জ্যাকসকে। তিনি চোটে ছিটকে যাওয়ায় নিউজল্য়ান্ডের তরুণ অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে নিয়েছে আরসিবি। আরসিবি শিবিরে নতুন দিক ইংল্য়ান্ডের পেসার রিস টপলি। জম্মু ও কাশ্মীরের আনক্যাপড পেসার অবিনাশ সিং তুরুপের তাস হয়ে উঠতে পারেন। এক্সপ্রেস গতির পেসার অবিনাশ। উমরান মালিকের মতো ১৫০কমি/ঘণ্টার বেশি গতিতে লাগাতার বোলিং করতে পারেন। আরসিবির পজিটিভ দিক গ্লেন ম্যাক্সওয়েলের ফিট হয়ে ওঠা এবং তারকা ব্য়াটার বিরাট কোহলি ফর্ম। গত আইপিএলের সময় জাতীয় দলে রানের খরা চলছিল তাঁর। এখন কিন্তু ফর্মেই রয়েছেন বিরাট যা প্রতিপক্ষ দলের কাছে চ্য়ালঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আরসিবির পেস বিভাগের অনভিজ্ঞতা একটা নেগেটিভ দিক হতে পারে। মহম্মদ সিরাজ কিংবা হর্ষল প্য়াটেল চোট পেলে! ভারতীয়দের মধ্যে অভিজ্ঞ কোনও পেসার নেই। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা না থাকলেও তুলনামূলক পরিণত আকাশ দীপ।

Follow Us: