IPL 2025, Preity Zinta: গালে টোল, মুখে হাসি, প্রীতি নন, তিনি যেন প্রিটি জিন্টা!
IPL 2025: হরভজন সিং বলেন, ইরফান পাঠান নাকি একাই ২০টি পরোটা খেয়েছিলেন। ভাবা যায়! বলিউড অভিনেত্রী, টিমের মালকিন প্রীতি জিন্টা নিজে হাতে ১২০টি পরোটা বানিয়েছেন! টিমের প্লেয়ারদের চাহিদা মেটাতে যে ঘাম ছুটেছিল প্রীতির, বলাই যায়।
গালে টোল, মুখে হাসি। প্রীতি নয়, বরং তাঁকে প্রিটি জিন্টা ডাকাই যায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পঞ্জাব কিংসের হৃদয় প্রীতি জিন্টাই। টিম গড়া থেকে অনান্য নানা পরিকল্পনায় তাঁর ছাপ থাকে। শুধুই ব্যবসা নয়, আবেগ দিয়ে ভালো বাসেন টিমকে। এর জন্য কিছু করতেই যেন বাধ সাধে না।
প্লেয়ারদের শর্ত চাপিয়ে দিয়েছিলেন প্রীতি জিন্টা। কথা দিয়েছিলেন, পরের ম্যাচটা জিতলে অবশ্যই আলু পরোটা বানিয়ে খাওয়াবেন। আর এই কথাতেই যেন তেতে গিয়েছিল টিম। পরের ম্যাচটি জিতেছিল পঞ্জাব। ব্যস আর কী! কথা রাখতে হয়েছিল প্রীতিকেও। টিমের জন্য সব মিলিয়ে ১২০টি পরোটা বানিয়েছিলেন! প্রীতি মজা করেই জানান, এরপর থেকে আলু পরোটা বানানোই ছেড়ে দিয়েছেন।
হরভজন সিং সঙ্গে যোগ করেন, ইরফান পাঠান নাকি একাই ২০টি পরোটা খেয়েছিলেন। ভাবা যায়! বলিউড অভিনেত্রী, টিমের মালকিন নিজে হাতে ১২০টি পরোটা বানিয়েছেন! টিমের প্লেয়ারদের চাহিদা মেটাতে যে ঘাম ছুটেছিল প্রীতির, বলাই যায়।