Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, Cheerleader: স্বল্পবসনা ঢেউ তুলেছেন মনে! IPL-এ কত মাইনে চিয়ারলিডারদের?

IPL 2025, Cheerleader: স্বল্পবসনা ঢেউ তুলেছেন মনে! IPL-এ কত মাইনে চিয়ারলিডারদের?

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Mar 30, 2025 | 5:58 PM

Salary Of Cheerleaders: আইপিএলের সময় প্রতি ম্যাচেই দেখা যায় তাঁদের। অনেকের মনে ঝড় তোলে স্বল্পবসনা এই সুন্দরীরা। মাঠে যেমন তাঁরা নজর কাড়েন, তেমনই জায়ান্ট স্ক্রিন ও টেলিভিশনের পর্দাতেও তাঁরা উজ্জ্বল।

হুশ করে বল উড়ে গেল আম্পায়ারের মাথার উপর দিয়ে। ফিল্ডার হুড়মুড়িয়ে পড়লেন বল ধরতে গিয়ে। গ্যালারিতে আছড়ে পড়ছে ১০০-১৫০ মিটারের ছক্কা। এই সকল দৃশ্য খুবই পরিচিত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ মানেই চার-ছক্কার ফুলঝুরি। উইকেট পড়লেই সেলিব্রেশন। ভারতের কোটিপতি লিগে বিনোদন ও ক্রিকেট মিলে মিশে যায়। এক এক ম্যাচে এক এক দলের ক্রিকেটার বনে যান ‘বাদশা’। পাড়ার মোড়ের চায়ের দোকান থেকে ট্রেন-ট্রাম-বাসে চলে আইপিএলের টিম নিয়ে আলোচনা। কোন দলের তুরুপের তাস কে? কোন দল খেলছে ভালো? কোন দলের উচিত বোলিংয়ে মন দেওয়া? কোন দলের উচিত ব্যাটিংয়ে ফোকাস করা? এ সব নিয়ে ক্রিকেট প্রেমীদের অনর্গল আলোচনা। এ সবে আলাদা করে জায়গা করে নেন চিয়ারলিডাররা। আইপিএলের সময় প্রতি ম্যাচেই দেখা যায় তাঁদের। অনেকের মনে ঝড় তোলে স্বল্পবসনা এই সুন্দরীরা। মাঠে যেমন তাঁরা নজর কাড়েন, তেমনই জায়ান্ট স্ক্রিন ও টেলিভিশনের পর্দাতেও তাঁরা উজ্জ্বল। চার-ছয়, উইকেটের সময় লাইভ ডান্স পারফরম্যান্স থাকে তাঁদের। সেই চিয়ারলিডারদের ম্যাচ পিছু পারিশ্রমিক কত, তা জানার আগ্রহ রয়েছে অনেকেরই। চলুন সেটাই জেনে নেওয়া যাক।