Iran-US Diplomacy: ইরান নিয়ে চাপে ভারত?

Jan 17, 2026 | 8:08 PM

India on Iran-US Diplomacy: ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প চাবাহার বন্দর। পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পৌঁছনোর এই পথ ভারতের কাছে কৌশলগতভাবে অমূল্য। পাশাপাশি International North-South Transport Corridor (INSTC) ভারতের বাণিজ্য কাঠামোর আরেকটি স্তম্ভ।

এই পরিস্থিতি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইরান ভারতের আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য কৌশলের কেন্দ্রে। মধ্য এশিয়া, রাশিয়া ও ইউরোপে পৌঁছনোর ভারতের একাধিক রুট ইরান হয়ে যায়। যদিও ইরান থেকে খুব বেশি তেল আমদানি করে না ভারত। সেই কারণেই ভারতের তেলের মার্কেটে বিরাট কোনও প্রভাব এখনই পড়বে না।

ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প চাবাহার বন্দর। পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পৌঁছনোর এই পথ ভারতের কাছে কৌশলগতভাবে অমূল্য। পাশাপাশি International North-South Transport Corridor (INSTC) ভারতের বাণিজ্য কাঠামোর আরেকটি স্তম্ভ। এই করিডর ভারতের জন্য সমুদ্রপথের খরচ ও সময় অনেকটাই কমিয়ে দেয়।

Published on: Jan 17, 2026 08:07 PM