Life In Mars: মঙ্গলে প্রাণের প্রমাণ?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 23, 2023 | 1:02 PM

Science News: জৈব যৌগের পাশাপাশি নেচারে মঙ্গলের কার্বন চক্রের বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। মঙ্গলের জৈব অণুগুলি মূলত জলের সঙ্গে বিক্রিয়াজাত বলে বিজ্ঞানীদের ধারণা।

প্রায় এক শতাব্দী ধরে মানুষ মঙ্গলে প্রাণের খোঁজ করছে। মঙ্গলে কি এবার প্রাণের খোঁজ মিলল? পারসিভারেন্স রোভার মঙ্গলের জেজিরো ক্রেটারে জৈব পদার্থের হদিস পেয়েছে। নেচার পত্রিকায় প্রকাশিত হয়েছে এ সম্বন্ধে ১টি প্রবন্ধ। জৈব যৌগের পাশাপাশি নেচারে মঙ্গলের কার্বন চক্রের বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। মঙ্গলের জৈব অণুগুলি মূলত জলের সঙ্গে বিক্রিয়াজাত বলে বিজ্ঞানীদের ধারণা। এর থেকে মঙ্গলে প্রাণের অস্তিত্বের পক্ষে সয়াল জোরদার হয়েছে। পারসিভারেন্স রোভার প্রকল্পের সুনন্দা শর্মা বলছেন জৈব অণু গুলিতে বৈচিত্র দেখা গেছে। এদের উৎস এখনও জানা যায়নি। ফলে কী ধরনের প্রাণ আছে মঙ্গলে তা স্পষ্ট নয়। তবে নেচার পত্রিকার এই প্রবন্ধে হইচই জ্যোতির্বিজ্ঞানী মহলে। তবে কি এবার লোহিত গ্রহ উত্তর দেবে প্রাণের উৎস সন্ধানের? সে উত্তরের জন্য অপেক্ষা করতে হবে।