Naushad Siddiqui: মন্দির-মসজিদ নিয়ে রাষ্ট্রের কী দায়িত্ব বোঝালেন নওশাদ

| Edited By: সোমনাথ মিত্র

Jun 26, 2025 | 4:34 PM

পুরীর রথে না গিয়ে দিঘায় থাকাটাই এখন ‘সেফ পলিটিক্স’? কী বলছেন নওশাদ?

রথযাত্রা ঘিরে বাংলার রাজনীতিতে চড়ছে উত্তাপ। দিঘা না পুরী—এই নিয়ে দ্বিধায় তৃণমূলের একাংশ। সূত্র বলছে, দলের শীর্ষ নেতৃত্ব অলিখিতভাবে বার্তা দিয়েছেন, এবারের রথযাত্রায় তৃণমূল কর্মীদের পুরী নয়, থাকতে হবে দিঘার জগন্নাথ মন্দিরেই। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই মনে করছেন, পুরীর রথে না গিয়ে দিঘায় থাকাটাই এখন ‘সেফ পলিটিক্স’। শাসক দলের এই অবস্থান সামনে আসতেই বিরোধীরাও শুরু করেছে কটাক্ষ।

এদিকে ধর্মীয় রাজনীতির জবাব দিতে ভিন্ন সুর আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গলায়। তিনি বলেন, “মন্দির-মসজিদ নিয়ে রাষ্ট্রের দায়িত্ব মানুষের ধর্মাচরণকে সম্মান করা, বিভাজন নয়।” ধর্মীয় উৎসবকে ঘিরে রাজনৈতিক ফায়দা না তোলার আহ্বান জানিয়ে, তিনি সকল সম্প্রদায়ের মধ্যে সহাবস্থানের বার্তা দেন। তাঁর মন্তব্যে ধর্মনিরপেক্ষতার স্পষ্ট ছাপ।

আর কী বললেন নওশাদ? দেখুন ভিডিয়ো।