Rishabh Pant, IPL 2025: সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
SRH vs LSG: গত মরসুমে পাওয়ার হিটিংয়ের নতুন রূপ দেখিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এবার কি ফায়ারিং স্কোয়াডের সামনে পন্থ?
সেই দৃশ্য কি ভোলা যায়? একেবারেই নয়। গত মরসুমের ঘটনা। চর্চা থামেনি আজও। বরং, জল্পনা। একই পরিস্থিতিতে পড়তে হবে না তো! এবার কি ফায়ারিং স্কোয়াডের সামনে পন্থ? হঠাৎ কেন আজ এই নিয়ে এত আলোচনা?
গত মরসুমে পাওয়ার হিটিংয়ের নতুন রূপ দেখিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। শুরুতে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। এরপর নীতীশ রেড্ডি, হেনরিখ ক্লাসেনরা ছিলেন। লখনউকে হায়দরাবাদের মাঠে দুরমুশ করেছিল সানরাইজার্স। এরপরই সেই বহু চর্চিত দৃশ্য। পরবর্তীতে অবশ্য বরফ গলানোর একটা চেষ্টা চালানো হয়। একসঙ্গে ডিনার, কলকাতায় লোকেশ রাহুলের সঙ্গে মিটিং। তাতে যে বরফ গলেনি, লোকেশ রাহুলের দল বদলেই পরিষ্কার।
এবার হায়দরাবাদ ব্যাটিং আক্রমণে যোগ হয়েছে ঈশান কিষাণের মতো আরও এক বিধ্বংসী ব্যাটার। যিনি নতুন জার্সিতে প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। স্বাভাবিক ভাবেই আতঙ্ক থাকছে। সব কিছুর পুনরাবৃত্তি হবে না তো!